অল্পের জন্য বেঁচে গেলেন সেন্টমার্টিনগামী ১৯৪ পর্যটক
কক্সবাজারের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাটে সেন্টমার্টিনগামী জাহাজ ‘দি আটলান্টিক ক্রুজ’ এ অগ্নিকান্ডের ঘটনায় একজন নিহত হয়েছে, ...

টেকনাফ প্রতিনিধি::
দুদক কমিশনার এ,এফ,এম আমিনুল ইসলাম রোববার টেকনাফে সততা সংঘের সমাবেশ ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। রবিবার (৫ মার্চ) সকাল ১০টায় টেকনাফ উপজেলা মিলনায়তনের এ সমাবেশে রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজ ও প্রিন্ট-ইলেক্ট্রিক মিডিয়ার সংবাদকর্মীগন উপস্থিত ছিলেন।
এতে টেকনাফ উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও সাবেক সাংসদ অধ্যাপক মোহাম্মদ আলী অন্যান্যদের সাথে উপস্থিত ছিলেন।
সভা শেষে তিনি দুদক কমিশনারের কাছে দূর্নীতির একটি লিখিত অভিযোগ প্রদান করেন।
এ বিষয়ে অধ্যাপক মোহাম্মদ আলীর কাছে কোন বিষয়ে অভিযোগ প্রদান করেছেন জানতে চাইলে তিনি জানান আমি একটি লিখিত অভিযোগ প্রদান করেছি তবে অভিযোগের বিষয়টি এখনই প্রকাশ করতে চাইনা। সময় হলে সবাই জানতে পারবেন।
পাঠকের মতামত