প্রকাশিত: ০৯/০৫/২০২০ ৪:৩৯ পিএম

মোহাম্মদ আলম::
ছবিতে যেই স্থানটির চিত্র দেখা যাচ্ছে তা হলো আজ ঘটে যাওয়া সেই আগের যুগে বসবাসরত মানব চিত্রের প্রতিচ্ছবি। বর্তমান আধুনিক সভ্যতার যুগেও কেন এমন চিত্রের চিত্রায়ণ দেখতে হলো! তা নিয়ে স্থানীয় জনগণ রাগ প্রকাশ করেছেন।
স্থানটি হলো চিংড়ি হ্যাচারি জোন এরিয়া উখিয়া উপজেলার মডেল ইউনিয়ন নামে খ্যাত ১নং জালিয়াপালং ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ডেইল পাড়া গ্রাম। যার সামনে রয়েছে অসংখ্য চিংড়ি হ্যাচারি। ঐসব হ্যাচারি থেকে বিভিন্ন প্রকার ক্যামিকেল মিশ্রিত পানি ড্রেন ও নির্গত বিষাক্ত বর্জ্য পদার্থও সেই ড্রেন দিয়ে প্রবাহিত হয়। হ্যাচারির পিছনে অবস্থানরত স্থানীয় জনগণ জীবন-জীবিকার জন্য ঐ ড্রেন পার হয়েই চলাচল করে। হ্যাচারির ক্যামিকেল মিশ্রিত বিষাক্ত পানি ও নির্গত বিষাক্ত বর্জ্য পদার্থ স্থানীয় জনগণের পায়ে লাগার কারণে বিভিন্ন প্রকার চামড়াজনিত রোগ সৃষ্টি হয়। যা মানব দেহের জন্য খুবই মারাত্মক!
আজকে সেই বিষাক্ত ময়লাযুক্ত খালের ক্যামিকেল মিশ্রিত ড্রেনের পানির উপর দিয়ে পারাপার করতে হয়েছে প্রবীণ মুরব্বি জনাব আলহাজ্ব আব্দুল শুক্কুর (৯৫) এর মৃত দেহ। যা মোটেও এলাকাবাসীর কাম্য ছিলনা।
এলাকাবাসীর পক্ষে স্থানীয় ইকবাল মোশাররফ হোসাইন বলেন- এইরকম আর কেউ এবং কারো মৃত দেহ যেন ড্রেনের ময়লাযুক্ত বিষাক্ত পানির উপর দিয়ে যেতে ও পারাপার করতে না হয় সেই ধরণের ব্যবস্থা গ্রহণ করার জন্য স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন ও হ্যাচারির মালিক পক্ষের প্রতি করজুড়ে আহবান করেন। যাতে উক্ত ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। তিনি আর একটি দাবী করেছেন যে, যতদিন না উক্ত স্থানে স্থানীয় জনগণ স্বাভাবিকভাবে চলাচলের উপযোগী সাঁকো তৈরি হচ্ছেনা ততদিন পর্যন্ত মডেল ইউনিয়ন না বলার জন্য বলেছেন।

পাঠকের মতামত

পলিথিন মজুত বা বিক্রি করলে আইনগত ব্যবস্থা: র‍্যাবের হুঁশিয়ারি

পলিথিন ব্যাগ ব্যবহার রোধে মাসব্যাপী জনসচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ন। এই কার্যক্রমের অংশ ...