ডেস্ক নিউজ
প্রকাশিত: ১০/০৪/২০২৩ ৩:০০ পিএম

তুরস্ক ভ্রমণ করতে এসে ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে মুসলমান হয়েছেন এক অস্ট্রেলীয় যুবক।

ম্যানুয়েল টিটন নামে ওই যুবক ইসলাম ধর্মগ্রহণের পর তার নাম পরিবর্তন করে রেখেছেন ইউসুফ এভরেন। খবর আনাদোলুর।

অস্ট্রেলীয় ওই যুবক সম্প্রতি তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ এডির্নের ইবরিকতেপে গ্রামে তার বন্ধু একরান দুজের বাড়িতে বেড়াতে যান।

সেখানে তিনি ইসলাম ধর্মের সৌন্দর্য মুগ্ধ হয়ে ধর্মান্তরিত হওয়ার ইচ্ছার কথা জানান বন্ধুর কাছে। পরে স্থানীয় মুফতির কাছে তাকে নিয়ে যান তার তুর্কি বন্ধু।

স্থানীয় জেলার মুফতি আহমেত বায়রাকতার অস্ট্রেলীয় যুবককে অভিনন্দন জানান এবং তাকে ইসলাম ধর্মে ধর্মান্তরিত করেন এবং এ সংক্রান্ত একটি সার্টিফিকেট দেন।

ম্যানুয়েল টিটন (বর্তমানে ইউসুফ) বলেন, আমি স্বতস্ফূর্তভাবে ইসলাম ধর্মগ্রহণ করেছি। এতে আমি অনেক খুশি এবং মানসিক প্রশান্তি পাচ্ছি।

পাঠকের মতামত

মিয়ানমারের বিশ্বাসযোগ্য নির্বাচন হওয়ার সম্ভাবনা কম : ইইউ

সামরিক শাসিত মিয়ানমারে অনুষ্ঠিতব্য নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর কোনও পরিকল্পনা নেই ইউরোপীয় ইউনিয়নের। কারণ এই নির্বাচন ...

‘হামাসকে নিরস্ত্র হতে বাধ্য করা হবে, প্রয়োজনে সহিংসভাবে করব’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হামাসকে নিরস্ত্র হতে বাধ্য করা হবে। প্রয়োজন হলে ...