জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৬/০৮/২০২৪ ৯:০০ পিএম

ঢাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কক্সবাজারের চকরিয়ার সিফাতুল ইসলামের খোঁজ পাচ্ছে না পরিবার।

দীর্ঘ ১২ দিন ধরে সিফাতের সঙ্গে কোনো ধরণের যোগাযোগ না হওয়ায় আতঙ্ক ছড়িয়েছে পরিবার সদস্যদের মাঝে। এই অবস্থায় সিফাতের সন্ধান চেয়ে এখানে-ওখানে ধর্ণা দিচ্ছে তার পরিবার।

পরিবার সূত্র জানায়- সিফাতুল ইসলাম সিফাত জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ছিলেন। গত ১২ দিন ধরে সে নিখোঁজ রয়েছে। তার ব্যবহৃত মোবাইলও বন্ধ রয়েছে। সিফাতের বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের পূর্ব গর্জনতলী গ্রামে।

সে ওই গ্রামের ছদরুল ইসলামের পুত্র। সে ঢাকা কলেজ থেকে এইচএসসি পাস করার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হয়।

সিফাতের বড় ভাই সাইফুল ইসলাম জানান, গত ৪ আগস্ট সকাল ১১টার দিকে তার সাথে সর্বশেষ কথা হয়। সিফাত ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করে। এ সময় সে আহত হওয়ার বিষয়টি পরিবারকে জানানো হয়। এ সময় টাকা পাঠানোর জন্য বলেছিল সিফাত।

কিন্তু এর পর থেকে তার মোবাইল ফোনে আর কল যায়নি। এই অবস্থায় বাবা-মা আর ভাইসহ পরিবার এবং আত্মীয়-স্বজনেরা সিফাতের হদিস না পাওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

বড় ভাই সাইফুল ইসলাম আরও জানান- সিফাতের খোঁজে আজ শুক্রবার সকালে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

পাঠকের মতামত

এনজিও স্কাসের জেপি টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে ভয়াবহ অনিয়ম

# এনজিও স্কাস চেয়ারম্যান জেসমিন প্রেমার মালিকানাধীন এই প্রতিষ্ঠানে প্রশিক্ষণার্থীদের জন‍্য মাথাপিছু বরাদ্দ ২৪০০ টাকা, দেওয়া ...

উখিয়া-টেকনাফের তরুণদের আলোচনার কেন্দ্রবিন্দুতে আবদুল্লাহ

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের রাজনীতিতে দ্রুত আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ। ...

কার্যক্রম বন্ধের নির্দেশ প্রশাসনেরপ্যারাসেলিং থেকে ছিটকে গিয়ে ঝাউগাছে ঝুলেছিলেন পর্যটক

কক্সবাজার সৈকতে রোমাঞ্চকর ‘প্যারাসেলিং’ নিয়ম না নেমে পরিচালিত হওয়ায় বারবার দুর্ঘটনার কারণে বিপদজ্জনক হয়ে উঠেছে। ...