প্রকাশিত: ১২/০৫/২০১৭ ৯:০০ এএম

নিউজ ডেস্ক::
সউদি রাজা সালমান বিন আব্দুল আজিজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসার জন্য ১৭টি মুসিলম দেশের রাষ্ট্রপ্রধানকে রিয়াদ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। ট্রাম্পের আসন্ন সউদি আরব সফরের সময় এসব মুসলিম রাষ্ট্রপ্রধানকে সঙ্গে নিয়ে মার্কিন প্রেসিডেন্টকে আতিথেয়তা দেবেন রাজা সালমান।

সউদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল টুইটার বার্তায় বৃহস্পতিবার এ খবর জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সউদি রাজা যেসব রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণ জানিয়েছেন তাদের মধ্যে রয়েছেন, সংযুক্ত আরব আমিরাতের শাসক খলিফা বিন জায়েদ আলে নাহিয়ান, বাহরাইনের রাজা হামাদ বিন ঈসা আলে খলিফা, কাতারের আমির তামিম বিন হামাদ বিন খলিফা আলে সানি, কুয়েতের আমির সাবাহ আহমাদ জাবের আস-সাবাহ এবং তুর্কি প্রেসিডেন্ট এরদোগান। আমন্ত্রণ জানানো বাকি মুসলিম দেশগুলোর নাম এ ঘোষণায় উল্লেখ করা হয়নি।

এর আগে সউদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের বলেছিলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রিয়াদে সউদি রাজার পাশাপাশি পারস্য উপসাগরীয় দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের সঙ্গেও সাক্ষাৎ করবেন। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন তালিকায় দেখা যাচ্ছে, মার্কিন প্রেসিডেন্টের জন্য আরো বড়সড় আতিথেয়তার আয়োজন করতে যাচ্ছেন রাজা সালমান।

মার্কিন প্রেসিডেন্টরা সাধারণত ক্ষমতায় এসে প্রথম বিদেশ সফরের জন্য ইহুদিবাদী ইসরাইলকে বেছে নেন। তবে এবার ট্রাম্প ইসরাইলের সঙ্গে মধ্যপ্রাচ্যের আরেক ঘনিষ্ঠ মিত্র সউদি আরবও সফর করবেন বলে ঘোষণা করেছেন। চলতি মে মাসের শেষ দিকে এই সফর অনুষ্ঠিত হবে বলে হোয়াইট হাউজ জানিয়েছে।

ইহুদিবাদী ইসরাইল ও সউদি সরকার সব সময় ডোনাল্ড ট্রাম্পকে তেল আবিব ও রিয়াদের ‘শক্তিশালী সমর্থক’ হিসেবে অভিহিত করে এসেছে। ট্রাম্প হোয়াইট হাউজের মসনদে আসীন হওয়ার পর ফিলিস্তিনিদের ওপর যেমন ইসরাইলি আগ্রাসন বেড়েছে তেমনি ইয়েমেনের নিরীহ জনগণের ওপর সউদি আগ্রাসনও তীব্রতর হয়েছে। সূত্র: সিএনএন ও মিডলইস্ট মনিটর

পাঠকের মতামত

৫ বছর পর জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু জান্তাশাসিত মিয়ানমারে

অবশেষে পার্লামেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে বাংলাদেশের প্রতিবেশী মিয়ানমারে। ২০২১ সালে সামরিক বাহিনী ক্ষমতা দখলের ...

মিয়ানমারে জনগণকে ভোট দিতে বাধ্য করতে ‘নৃশংসতা’ চালাচ্ছে জান্তা: জাতিসংঘ

মিয়ানমারের জান্তা আসন্ন সেনা-নিয়ন্ত্রিত নির্বাচনে জনগণকে ভোট দিতে বাধ্য করতে সহিংসতা চালাচ্ছে এবং ভয়ভীতিও প্রদর্শন ...

দিল্লির পর কলকাতাতেও বাংলাদেশ উপদূতাবাসের সামনে বিক্ষোভ

ভারতের নয়াদিল্লির পর এবার কলকাতায় বাংলাদেশের উপদূতাবাসের (ডেপুটি হাইকমিশন) সামনে বিক্ষোভ করেছে হিন্দুত্ববাদী সংগঠনগুলো। মঙ্গলবার ...

ওসমান হাদি হত্যাকাণ্ডের নিন্দা জাতিসংঘ মহাসচিবের, বিচার নিশ্চিতের আহ্বান

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের ঘটনায় নিন্দা জানিয়েছেন জাতিসংঘের ...

মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি জানুয়ারিতে

রাখাইনের রোহিঙ্গা মুসলিম সংখ্যালঘুদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে করা মামলার শুনানি জানুয়ারিতে শুরু হচ্ছে। ...

জেনেভায় রোহিঙ্গা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক, অগ্রগতি তুলে ধরবে বাংলাদেশ

‘গ্লোবাল রিফিউজি ফোরাম (জিআরএফ) প্রোগ্রেস রিভিউ ২০২৫’ শুরু হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভায়। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ...