প্রকাশিত: ২৪/০২/২০১৭ ৯:৩৯ পিএম

নিউজ ডেস্ক::
টেকনাফে রোহিঙ্গা ত্রাস আবদুল হাকিম ডাকাতের বাসায় অবশেষে অভিযান পরিচালনা করেছে বিজিবি। টেকনাফ পুরাতন পল্লান পাড়াসহ বিভিন্ন গ্রামের প্রায় ২০ হাজার লোক আবদুল হাকিম ডাকাতের নিকট জিম্ম রয়েছে। টেকনাফের কয়েকটি গ্রামে চলছে হাকিমি শাসন। জাহালিয়া পাড়া, মাঠ পাড়া, পুরাতন পল্লান পাড়া, নাইথ্যং পাড়াসহ বেশ কয়েকটি গ্রামের মানুষ হাকিম ডাকাতের ভয়ে এলাকা ছেড়েছে, অপ্রাপ্ত বয়সে মেয়ে বিয়ে দিতে বাধ্য হয়েছে অনেক পরিবার। আবদুল হাকিম ডাকাত দিন দুপুরে অস্ত্র নিয়ে প্রকাশ্যে চলা ফেরা করলেও ভয়ে কেউ মুখ খোলেনা। পুরান পল্লান পাড়ার গহীন পাহাড়ে রয়েছে তার আলী শান আস্তানা। পাহাড়ে মানুষের মাথা, হাড়,গুড়সহ গণ কবর রয়েছে বলে জানান অনেকে। মাত্র ১৫ বৎসর আগে বার্মা থেকে এসে টেকনাফে দিন মজুরের কাজ করত আবদুল হাকিম ডাকাত। সেই বার্মায়া আবদুল হাকিম ডাকাত এখন কয়েক গ্রামের কয়েক হাজার প্রজার রাজা হয়ে শাসনে করছে কয়েকটি গ্রাম।

টেকনাফ পুরাতন পল্লান পাড়াস্থ রোহিঙ্গা সন্ত্রাসী আব্দুল হাকিমের ঘরে অভিযান চালিয়ে ইয়াবাসহ স্ত্রী- ভাই ও অপর এক মিয়ানমার নাগরিককে আটক করেছে বিজিবি। এ সময় অন্য একটি কক্ষে আবদ্ধ এক যুবককে উদ্ধার করা হয়। তবে এ অভিযানে কৌশলে পালিয়ে যায় আব্দুল হাকিম। সে মিয়ানমারের মংডু বড় ছড়া এলাকার জানে আলমের ছেলে।

গত ২৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে আব্দুল হাকিম ডাকাতের ঘরে এ অভিযান চালায় বিজিবি।
এ ব্যাপারে পৃথক ৩ টি মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে টেকনাফ মডেল থানা ওসি মোঃ মাঈনুদ্দিন।

বিজিবি সুত্রে জানা যায়, ইয়াবা বেচাকেনার সংবাদ পেয়ে ২ বর্ডার গার্ড ব্যাটলিয়নের হাবিলদার মোঃ মিনহাজ উদ্দিনের নেতৃত্বে বিজিবি সদস্যরা টেকনাফ পৌর এলাকার পুরাতন পল্লান পাড়াস্থ বনভূমি দখল করে বিশেষ কায়দায় নির্মিত প্রাসাদে এক অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ইয়াবাসহ আটক করা হয় হাকিম ডাকাতে ভাই করিম উল্লাহ প্রকাশ কবির আহমেদ, স্ত্রী ইসমত আরা বেগম ও মিয়ানমার মংডু সিকদার পাড়া এলাকার মৃত মোঃ আলীর ছেলে নুর আমিনকে। পরে অন্য একটি কক্ষ থেকে উদ্ধার করা হয় ৪ দিন ধরে মুক্তিপনের জন্য আটক করে রাখা যুবক মোহাম্মদ সেলিমকে। সে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ জালিয়া পাড়ার নুর মোহাম্মদের ছেলে।

উদ্ধার হওয়া যুবক মোঃ সেলিম জানান, ২০ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৪ টার সময় টেকনাফ পৌর এলাকার কায়ুকখালী ব্রীজের উপর থেকে তাকে অপহরণ করে পুরাতন পল্লান পাড়াস্থ আব্দুল হাকিম ডাকাতের ঘরের একটি রুমে হাত-পা বেধে রেখে মোবাইলে তার পরিবারের কাছ থেকে ৮ লাখ টাকা মুক্তিপণ দাবী করা হয়। টাকা না দেওয়ায় তাকে বেশ কয়েকবার হত্যারও হুমকি দেওয়া হত।

এমতাবস্থায় বিজিবি এর এই অভিযানে সে ভাগ্যক্রমে উদ্ধার হয়ে বেচেঁ যায়। তিনি এ ব্যাপারে টেকনাফ মডেল থানায় হাকিম ডাকাতসহ অন্যান্যদের আসামী করে মামলা দায়ের করেছেন বলেও জানান। এ ছাড়া ইয়াবা উদ্ধার ও বৈদেশীক নাগরিকদের আশ্রয় দেওয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে বিজিবি হাবিলদার মোঃ মিনহাজ উদ্দিন বাদী হয়ে দুটি মামলা দায়ের করেন।

এদিকে ২ বিজিবি ব্যাটলিয়ন উপ-অধিনায়ক মেজর আবু রাসেল সিদ্দিকী জানান, “এ অভিযানে হাকিম ডাকাত পালিয়ে গেলেও আটক করা হয়েছে ভাই,স্ত্রীকে। উদ্ধার করা হয়েছে ৩৯৩৭ পিস ইয়াবা, ৭ টি মোবাইল ও ২ টি চাকু। ”

টেকনাফ মডেল থানার ওসি মোঃ মাঈনুদ্দিন জানান, “রোহিঙ্গা ডাকাত সর্দার আব্দুল হাকিমকে পলাতক আসামী করে মাদক, অপহরণ ও বৈদেশীক নাগরিক আইনে ৩ টি মামলা রুজু করা হয়েছে। হাকিম ডাকাত এ পর্যন্ত হত্যা, অস্ত্র, ডাকাতিসহ মোট ৯ টি মামলায় পলাতক রয়েছে।

পাঠকের মতামত

কক্সবাজারে দুর্ঘটনার পর ট্রেন আটকে বিক্ষোভ, তদন্ত কমিটি গঠন

কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় অটোরিকশার পাঁচজন যাত্রী নিহত হওয়ার ঘটনায় কক্সবাজারমুখী পর্যটক এক্সপ্রেস ট্রেন আটকে ...

ইউএনওর ‘স্বাক্ষর জাল করে নিয়োগ’, পদ হারালেন জামায়াত নেতা

লালমনিরহাটের হাতীবান্ধা মডেল কলেজে শিক্ষক-কর্মচারী নিয়োগে জালিয়াতির অভিযোগ উঠেছে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং উপজেলা জামায়াতের ...

জামিন নামঞ্জুর,ঘুমধুমের ইউপি চেয়ারম্যান কারাগারে

চট্টগ্রামের একটি রাজনৈতিক হত্যা মামলায় আদালতে আত্মসমর্পণ করেন বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ...