
টেকনাফ সংবাদদাতা::
টেকনাফে একটি প্রতারক চক্র বিভিন্ন মসজিদ মাদরাসার পরিচালকের নাম ভাংগিয়ে মাদরাসার ভক্ত, শুভাকাংখীদের নিকট হতে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। এ নিয়ে চলছে রীতিমত হৈ চৈ।
সুত্রে জানা যায় গত কয়েক দিনে ওই প্রতারক চক্র যে কোন অশুভ স্বার্থে দ্বীনি প্রতিষ্ঠানের কালেকশনের নামে কক্সবাজার জেলা ও টেকনাফ উপজেলার প্রসিদ্ধ ও গ্রহণযোগ্য পরিচালকগণের প্রতিনিধি পরিচয় দিয়ে দানশীল, শুভাকাংখীদের নিকট হতে গৃহ নির্মান ছাত্রদের পাগড়ি ও পাঠ্য পুস্তক ( কিতাব) ক্রয়ের কথা বলে টাকা ও বিভিন্ন মালামাল সংগ্রহ করতেছে বলে সংবাদ পাওয়া যাচ্ছে।
বেফাকুল মাদারিস বাংলাদেশ ( কওমী মাদরাসা শিক্ষা বোর্ড-বেফাক) এর কক্সবাজার জেলা সেক্রটারী ও সাবরাং দারুল উলুম বড় মাদরাসার মুহতামিম মাওঃ মুফতী নুর আহমদ এসব প্রতারক চক্রকে ধরিয়ে দিতে ৫০হাজার টাকা পুরস্কার ঘোষনা করেছেন। তিনি আরো জানান এটি মাদরাসা বিরোধীদের ষড়যন্ত্রের অংশবিশেষ।
প্রকৃত পক্ষে দ্বীনি মাদরাসা সমূহে এই ধরণের কোন বিকাশ প্রতিনিধির নিয়ম নাই।
আশাকরি দেশ ও জাতীর ধর্মীয় সেবায় নিয়োজিত দ্বীনি প্রতিষ্ঠানের কল্যাণে যে কোন প্রকারের অনুদান সরাসরি অথবা নির্ভর যোগ্য প্রতিনিধি বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক একাউন্টের মাধ্যমে পৌঁছাবেন।
অন্যথায় আপনার অনুদানের টাকা কোন প্রতারক চক্রের হাতে চলে যেতে পারে।
পাঠকের মতামত