প্রকাশিত: ৩১/০৫/২০১৭ ৭:০৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:১৭ পিএম

নিজস্ব প্রতিবেদক::

ঘূর্নিঝড় মোরা দুর্গতদের পাশে দাড়িয়েছেন উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আবদুর রহমান বদি। বুধবার বিকেলে টেকনাফ উপজেলা চত্বরে টেকনাফ পৌরসভা ও সাবরাং ইউনিয়নে ক্ষতিগ্রস্তদের ১০০০টাকা করে নগদ অর্থ বিতরন করেন।
এমপি বদি বলেন, প্রধানমন্ত্রী সার্বক্ষনিক ঘূর্নিঝড়ের ক্ষতিগ্রস্তদের বিষয়টি মনিটরিং করছেন। প্রধানমন্ত্রী ঘোষনা দিয়েছেন যাদের ঘরবাড়ি ক্ষতি হয়েছে তাদের আর্থিক সহায়তাও দেয়া হবে। সেই সাথে ইতিমধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত সেন্টমার্টিন দ্বীপে ইতিমধ্যে নৌ বাহিনীর তত্বাবধানে ত্রান সামগ্রী বিতরন চলছে। সরকারীভাবে ও বিভিন্ন সহায়তা ইতিমধ্যে দেয়া শুরু হয়েছে।
তিনি আরো বলেন, সরকারী সহায়তার পাশাপাশি তার ব্যক্তিগত তহবিল থেকে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।

পাঠকের মতামত

কক্সবাজারে স্বাস্থ্য বিভাগের নিয়োগ, পরীক্ষায় অনুপস্থিত থেকেও উত্তীর্ণ!

কক্সবাজারে স্বাস্থ্য সহকারীসহ বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষাকে ঘিরে গুরুতর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। পরীক্ষা ...

দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে ৮.৮ ডিগ্রি, টেকনাফে সর্বোচ্চ ৩১

শীতের তীব্রতা বাড়ায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে হাড়কাঁপানো ঠান্ডা অনুভূত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় যশোরে দেশের ...