প্রকাশিত: ২৮/০৯/২০২০ ৭:০০ পিএম
ফাইল ছবি

টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে পর্যটক পরিবহনে নিয়োজিত এম ভি বে ক্রুজ-১ দীর্ঘ সাত মাস পর ফের চলাচল করবে। তবে করোনাভাইরাসের কারণে যাত্রীদের স্বাস্থ্যবিধি নিশ্চিত করেই চলাচল করবে এ জাহাজ।
কক্সবাজার জেলা প্রশাসনের অনুমতি সাপেক্ষে ১৫ অক্টোবর টেকনাফের দমদমিয়া ঘাট থেকে প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যাবে জাহাজটি।

জানা গেছে, ১৫ অক্টোবর থেকে প্রতিদিন সকাল সাড়ে ৯টায় টেকনাফ থেকে সেন্টমার্টিনের উদ্দেশে রওনা দেবে বে ক্রুজ। টেকনাফ-সেন্টমার্টিন রুটের সবচেয়ে দ্রুতগতির এ জাহাজে দুপুর ১২টার আগেই গন্তব্যে পৌঁছানো সম্ভব। বেলা তিনটায় পর্যটকদের নিয়ে পুনরায় টেকনাফ ফিরে আসবে এ জাহাজ।

বে ক্রুজ জাহাজে শীতাতপ নিয়ন্ত্রিত তিন ধরনের আসনের ব্যবস্থা রয়েছে। এর মধ্যে রজনীগন্ধা ক্যাটাগরির ভাড়া এক হাজার ৩০০ টাকা, কৃষ্ণচূড়া এক হাজার ৪০০ টাকা ও হাসনাহেনা এক হাজার ৬০০ টাকা। ফারহান এক্সপ্রেস ট্যুরিজম এ জাহাজ পরিচালনা করে থাকে।বর্তমানে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে চলাচল করছে আরো বেশ কয়েকটি জাহাজ—এমভি গ্রিনলাইন-১, কেয়ারি সিন্দাবাদ, কেয়ারি ক্রুজ, এমভি কাজল, এলসিটি কুতুবদিয়া, এমভি ফারহান ইত্যাদি। বে ক্রুজ ছাড়া অন্য জাহাজগুলো ১৫ অক্টোবর থেকে চলাচল করবে কি-না তা এখনো জানা যায়নি।

পাঠকের মতামত

পর্যটন সম্ভাবনায় ভরপুর মহেশখালীর ধুইল্যাজুড়ি পাহাড়

বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালীর শাপলাপুর ইউনিয়নের ‘ধুইল্যাজুড়ি পাহাড়ি ঢালা’ পর্যটন সম্ভাবনায় ভরপুর। সুউচ্চ পাহাড়, ...

একসাথে পাহাড় ও সমুদ্র দেখতে চাইলে ঘুরে আসুন পাটুয়ারটেক সমুদ্র সৈকত

ইমতিয়াজ মাহমুদ ইমন দেশের ভ্রমণপিপাসু অনেকের প্রথম পছন্দের জায়গা হল কক্সবাজার সমুদ্রসৈকত। দেশের দীর্ঘতম সমুদ্রসৈকতের ...