প্রকাশিত: ১৯/১০/২০১৭ ৭:৪১ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:০৩ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
কক্সবাজারের টেকনাফ উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের বাড়িতে অভিযান চালিয়ে ১৫ জন রোহিঙ্গা নারী ও শিশুকে উদ্ধার করেছে যৌথ টাস্কফোর্স।

বুধবার সন্ধ্যায় কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রট মো. এহসান মুরাদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রট এহসান মুরাদ জানান, ‘টেকনাফের বিভিন্ন বাড়িতে রোহিঙ্গাদের আশ্রয় নেয়ার খবর পেয়ে কয়েকটি বাড়িতে অভিযান চালানো হয়। এসময় একটি বাড়ি থেকে নারী-শিশুসহ ১৫ জন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়। তাদের রোহিঙ্গা ক্যাম্পে পাঠানোর পাশাপাশি আশ্রয়দাতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।’

তিনি জানান, রোহিঙ্গাদের একত্রে করতে এ অভিযান অব্যাহত থাকবে। এ ছাড়া স্থানীয় সাংসদের সৎ ভাইসহ অারও তিন বাড়িতে অভিযান চালানো হয়েছে। তবে ওই বাড়িগুলোতে কাউকে পাওয়া যায়নি।

তবে টেকনাফ উপজেলা চেয়ারম্যান জাফর আহমদ দাবি করেন, ‘কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এহসান মুরাদের নেতৃত্বে প্রশাসনের একটি টিম নেঙ্গুরবিল এলাকায় আমার ভাড়াটিয়া বাসায় এসেছিল, তবে সেখান থেকে কোন রোহিঙ্গা উদ্ধার করা হয়নি।’

এদিকে, স্থানীয়রা জানায়, মিয়ানমার থেকে আগত রোহিঙ্গাদের মধ্যে স্বচ্ছল ও ইয়াবা-সংশ্লিষ্টরা ক্যাম্পে না গিয়ে বিভিন্ন ইয়াবা-ব্যবসায়ীর বাড়িতে আশ্রয় নিয়েছে। যৌথ টাস্কফোর্স বুধবার বিকেল থেকে চিহ্নিত ও তালিকাভুক্ত চার ‘ইয়াবা গডফাদারের’ বাড়িতে অভিযান চালায়। এর মধ্যে উপজেলা চেয়ারম্যানের বাড়ি থেকে রোহিঙ্গাদের উদ্ধার করা সম্ভব হয়েছে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন খান বলেন, ‘অভিযানের খবর শুনেছি। তবে বিস্তারিত জানি না।’

পাঠকের মতামত

চট্টগ্রামে দুই কোটির চাঁদাবাজি, বৈছাআ নেতা নিজামের পদ স্থগিত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ), চট্টগ্রাম মহানগর শাখার সদস্য সচিব নিজাম উদ্দিনের পদ ‘সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে’ ...

প্রবাসীর লাশ নিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ গেল ২ স্বজনের

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর ইউনিয়নের তালুকদার পাড়ার প্রবাসী মোহাম্মদ রুবেলের মরদেহ দেশে ফিরেছে একটি কফিনে ...

ছেলের বিয়েতে আ.লীগ নেতা, গ্রেফতারের দাবিতে শিক্ষার্থীদের অবস্থান

চট্টগ্রামে আওয়ামী লীগ নেতার ছেলের বিয়ে কেন্দ্র করে বোয়ালখালী উপজেলার সাবেক চেয়ারম্যান জাহেদুল হককে গ্রেফতারের ...

বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ, চট্টগ্রাম -কক্সবাজার সড়ক অবরোধ

চট্টগ্রামের পটিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর পুলিশের লাঠিচার্জে অন্তত ২৫ শিক্ষার্থী আহত হয়েছেন। এর ...

কক্সবাজারের সাবেক জেলা জজ-ডিসিসহ পাঁচজনের বিচার শুরু

কক্সবাজারের মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণ সংক্রান্ত নথি জালিয়াতির মামলায় কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক ...