প্রকাশিত: ৩০/০৫/২০২২ ৭:৩৩ এএম

রোহিঙ্গা ক্যাম্প
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীর থেকে কক্সবাজারে আসা দুই রোহিঙ্গা পরিবারের সাত সদস্যকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে উখিয়া উপজেলার কুতুপালংয়ের লাম্বাশিয়া ক্যাম্প-১ থেকে আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা তাদের আটক করে।

১৪-এপিবিএন অধিনায়ক (এসপি) নাঈমুল হক জানান, এই রোহিঙ্গারা ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীর থেকে পালিয়ে এসেছেন।

তারা হলেন- সাজান (২০), হামিদা বেগম (২৩), ইব্রাহিম (৩), মোহাম্মদ তাহির (৩৩), আনোয়ার কলিম (২২), সাইমা (৫) ও রমিনা (২)।

নাঈমুল হক আরও বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়। তারা ভারত হয়ে পালিয়ে আসার কথা পুলিশের কাছে স্বীকার করেছেন। তাদেরকে রোহিঙ্গা ক্যাম্প ইনচার্জের (সিআইসি) মাধ্যমে কুতুপালংয়ে ট্রানজিট ক্যাম্পে পাঠানো হয়েছে

পাঠকের মতামত

বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ, চট্টগ্রাম -কক্সবাজার সড়ক অবরোধ

চট্টগ্রামের পটিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর পুলিশের লাঠিচার্জে অন্তত ২৫ শিক্ষার্থী আহত হয়েছেন। এর ...

কক্সবাজারের সাবেক জেলা জজ-ডিসিসহ পাঁচজনের বিচার শুরু

কক্সবাজারের মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণ সংক্রান্ত নথি জালিয়াতির মামলায় কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক ...