প্রকাশিত: ১০/০৩/২০১৭ ৫:৪৬ পিএম , আপডেট: ১০/০৩/২০১৭ ৫:৪৭ পিএম

নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার::

কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলী আহম্মদ জাতিয় পার্টিতে যোগদানের গুঞ্জন শোনা যাচ্ছে। আগামী জাতিয় সংসদ নির্বাচনে তিনি উখিয়া-টেকনাফ আসনে জাতিয় পার্টির মনোনয়ন চাইতে পারেন বলেও বিভিন্ন সুত্রে জানাগেছে। সেই লক্ষে জাতিয়পার্টি নেতা ইয়াহিয়ার সাথে আলী আহম্মদ বেশ সখ্যতাও গড়ে তুলেছে। সাম্প্রতিক সময়ে আলী আহম্মদ জাতিয় পার্টি নেতা ইয়াহিয়া ও দশম সংসদ নির্বাচনে উখিয়া টেকনাফের জাতিয় পার্টির প্রার্থী তাহা ইয়াহিয়ার সাথে   বেশ কিছু ছবি ফেইসবুকে ছড়ি পড়লে তার জাতিয় পার্টিতে যোগদানের বিষয় নিয়ে বিভিন্ন ধরনের গুনজন শোনা যাচ্ছে। কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলী আহম্মদ ছাত্রলীগের সভাপতি পদ ছাড়ার পর থেকে অনেকটাই নিস্ক্রিয় হয়ে পড়েন। গত বছর ইউনিয়ন পরিষদ নির্বাচন নিজ এলাকা থেকে আওয়ামীলীগের মনোনয়ন চেয়েও মনোনয়ন পাননি। মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থি হয়ে উল্লেলেখ্যযোগ্য ভোট পাননি। ইউপি নির্বাচনের সময় কিছুটা আলোচনায় আসলেও নির্বাচনে ভরাডুবির পর আবারো আড়ালে চলে যান তিনি। এর মধ্যে হত্যা মামলার আসামী হয়ে দীর্ঘদিন পালাতক থেকে উচ্চ আদালতে জামিন নিয়ে ফিরে আসেন। সাম্প্রতিক সময়ে আলী আহম্মদ জাতিয় পার্টি নেতা ইয়াহিয়া ও বিগত সংসদ নির্বাচনে জাতিয় পার্টির প্রার্থী তাহা ইয়াহিয়ার সাথে বেশ ঘনিষ্ট হয়ে উঠে। আলি আহম্মদ নিজেই তাদের ঘনিষ্টতার বিষয়টি ঘন ঘন তার নিজের ফেইসবুকে পোষ্ট করে। জেলা সেচ্ছাসেবকলীগেরর দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন জুয়েল জানিয়েছেন, বিগত সংসদ নির্বাচনে আলী আহম্মদ জাতিয় পার্টির প্রার্থীর পক্ষে কাজ করেছিলো। এছাড়া বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে এসে দলের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন করে নৌকার পরাজয় নিশ্চিত করেছিলো। এই ব্যাপারে জানতে চাইলে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলী আহম্মদ জানান, জাতিয় পার্টি মহাজোটের অংশ তাদের সাথে সখ্যতা থাকতেই পারে। আর নির্বাচন করা না করা বা কোথা থেকে করবো সেটি সময় ও পরিস্থিতিই বলে দিবে।

পাঠকের মতামত

মিয়ানমারে গোলাবর্ষণের বিকট শব্দ, উখিয়া-টেকনাফ সীমান্তে রাতভর আতঙ্ক

মিয়ানমার থেকে আসা গোলাবর্ষণের বিকট শব্দ শুনতে পেয়েছেন উখিয়া-টেকনাফ সীমান্তের স্থানীয় বাসিন্দারা। শনিবার (২৭ ডিসেম্বর) ...

ফিটনেস-অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছাড়া সেন্টমার্টিনে যাবে না জাহাজ

কক্সবাজারে পর্যটকবাহী জাহাজ ‘আটলান্টিক ক্রুজে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার পর নড়েচড়ে বসেছে জেলা প্রশাসন। অগ্নিনির্বাপণ ব্যবস্থা ...

অল্পের জন্য বেঁচে গেলেন সেন্টমার্টিনগামী ১৯৪ পর্যটক

কক্সবাজারের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাটে সেন্টমার্টিনগামী জাহাজ ‘দি আটলান্টিক ক্রুজ’ এ অগ্নিকান্ডের ঘটনায় একজন নিহত হয়েছে, ...

সেন্টমার্টিনগামী জাহাজে আগুন

কক্সবাজারের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাট সংলগ্ন বাঁকখালী নদীতে সেন্টমার্টিনগামী একটি যাত্রীবাহী জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ...

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুন

কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত ১০ টার দিকে ...