ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৫/০২/২০২৫ ১০:২৯ এএম

কক্সবাজার জেলার চাকরিপ্রার্থীদের জন্য ২৭ ফেব্রুয়ারি জেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘যুব কর্মসংস্থান মেলা-২০২৫’।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দেশব্যাপী চলমান ‘তারুণ্যের উৎসব ২০২৫’–এর অংশ হিসেবে এ মেলার আয়োজন করা হবে।

আয়োজনের সহযোগিতায় রয়েছে এটুআই ও ইউএনডিপি।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ২৭ ফেব্রুয়ারি কক্সবাজারের হোটেল সি প্যালেসে সকাল সাড়ে আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মেলা অনুষ্ঠিত হবে।

কক্সবাজার জেলার তরুণ চাকরিপ্রত্যাশীদের জন্য ৩০টির বেশি চাকরিদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা দুই হাজারের বেশি চাকরির সুযোগ নিয়ে অন-স্পট অ্যাসেসমেন্ট করে যোগ্য প্রার্থীদের চাকরি দেওয়ার লক্ষ্যে এই যুব কর্মসংস্থান মেলায় অংশ নেবেন।

মেলায় অংশগ্রহণ করতে বিনা মূল্যে নিবন্ধন করতে পারেন এ ঠিকানায়।

ইউএনডিপি বাংলাদেশের রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ স্টেফান লিলার বলেছেন, ‘যুব কর্মসংস্থানে বিনিয়োগ করা মানে বাংলাদেশের ভবিষ্যতে বিনিয়োগ করা। তারা বাংলাদেশের ভবিষ্যতের চালিকা শক্তি।

‘ইউথ এমপ্লয়মেন্ট ফেয়ার ২০২৫’ আমাদের সম্মিলিত প্রতিশ্রুতি প্রতিফলিত করে, যা প্রতিভাবান যুবকদের অর্থপূর্ণ চাকরির সুযোগের সঙ্গে যুক্ত করতে।

গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা, আইএলও এবং ব্র্যাকের সঙ্গে অংশীদারিত্ব, আমরা তরুণ চাকরি প্রার্থীদের প্রয়োজনীয় দক্ষতা এবং নেটওয়ার্ক প্রদান করার জন্য কাজ করছি, যাতে তারা একটি পরিবর্তনশীল চাকরির বাজারে সফল হতে পারে এবং সকলের জন্য একটি আরো অন্তর্ভুক্তিমূলক এবং সমৃদ্ধ অর্থনীতি তৈরি করা যায়।

পাঠকের মতামত

অ্যাকটেড এনজিওতে নিয়োগ, বেতন ৫৩ হাজার টাকা,কর্মস্থল কক্সবাজার

ফ্রান্সভিত্তিক বেসরকারি উন্নয়ন সংস্থা এজেন্সি ফর টেকনিক্যাল কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (অ্যাকটেড) বাংলাদেশে লজিস্টিক্স অ্যাসিস্ট্যান্ট নিয়োগের ...

৫০ হাজারের বেশি টাকা বেতনে নিয়োগ, কর্মস্থল কক্সবাজার

ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অরগানাইজেশন (ইএসডিও) সম্প্রতি ফাইন্যান্স অফিসার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা ...