ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৮/০৪/২০২৫ ৯:৩০ এএম

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতির জাঙ্গালিয়া এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত কোর্টবাজারের ব্যবসায়ীদের পরিবারের পাশে দাঁড়িয়েছে উখিয়ার ‘কোর্টবাজার দোকান মালিক সমবায় সমিতি’।

মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে কোর্টবাজার দোকান সমিতির ১৩ সদস্যের একটি প্রতিনিধি দল দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ প্রায় ২২টি পরিবারের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেন।

এসময় তারা নিহত ও আহতদের পরবিাবের খোঁজ খবর নেন। আহত ও নিহত ২২টি পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন। পরে নিহতদের কবর জিয়ারত করেন।

এর আগে, ৯ এপ্রিল সমিতির নিজস্ব কার্যালয়ে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় মিলাদ মাহফিল আয়োজন করা হয়।

সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেন, “আমরা প্রত্যেকটি পরিবারে গিয়েছি, কান্না শুনেছি, শোকের ভার অনুভব করেছি। অনেক পরিবার একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে দিশেহারা। তাই আমাদের দাবি এই মহাসড়কগুলোকে দ্রুত আধুনিক ও নিরাপদ করা হোক। ছয় লেন ও দুই লেনের সড়ক বাস্তবায়ন হলে দুর্ঘটনার হার অনেকাংশে কমে আসবে বলে আমরা বিশ্বাস করি।”

‘কোর্টবাজার দোকান মালিক সমিতি’র সভাপতি খোরশেদ আলম বাবুল বলেন, “আমরা মানবিক দায়িত্ববোধ থেকেই এই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছি। এমন মর্মান্তিক ঘটনা আর না ঘটুক। এজন্য আমরা সরকার ও সংশ্লিষ্ট দপ্তরের প্রতি দাবি জানাচ্ছি, ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে দ্রুত ছয় লেনে উন্নীত করা হোক এবং টেকনাফ-উখিয়া-কক্সবাজার সড়ককে দুই লেনে সম্প্রসারণ করা হোক। এসব উন্নয়ন না হলে দুর্ঘটনা কমবে না।”

উল্লেখ্য, গত ৩১ মার্চ সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতির জাঙ্গালিয়া এলাকায় কক্সবাজারমুখী একটি যাত্রীবাহী বাস ও বিপরীতমুখী মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৫ জন নিহত হন এবং আহত হন আরও অন্তত ৬ জন। এদের সবাই কোর্টবাজারের ব্যবসায়ী।

পাঠকের মতামত

উখিয়া অনলাইন প্রেসক্লাবের নির্বাচন :সভাপতি জসিম, সম্পাদক তানভীর

উখিয়া অনলাইন প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৫-এর ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (৬ ...

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে হলিউড অভিনেতা ইউনিসেফ দূত অরল্যান্ডো ব্লুম

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ইউনিসেফের শুভেচ্ছাদূত ও হলিউড অভিনেতা অরল্যান্ডো ব্লুম। বুধবার (৫ ...

উখিয়া অনলাইন প্রেসক্লাবের কার্যকরী কমিটির শেষ সভা অনুষ্ঠিত; দায়িত্বে নির্বাচন কমিশন 

উখিয়া অনলাইন প্রেসক্লাবের ৩৯তম কার্যকরী কমিটির সভা সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে বর্তমান কমিটির দায়িত্ব শেষ ...

বেপরোয়া আন্তর্জাতিক হুন্ডিচক্র টেকনাফের গফুর সিন্ডিকেট, পাচার হচ্ছে কোটি কোটি টাকা

আন্তর্জাতিক হুন্ডিচক্র টেকনাফের গফুর সিন্ডিকেট হুন্ডির মাধ্যমে অবৈধভাবে বিদেশ ও ইয়াবার টাকা পাচার অব্যাহত রেখেছে। ...