প্রকাশিত: ০৯/০৯/২০১৬ ৯:৪৫ পিএম

এ.এম হোবাইব সজীব, চকরিয়া: 
কক্সবাজারের চকরিয়ায় সড়ক দূর্ঘটনায় মো. আমির হোসেন (৮) নামের এক শিশু নিহত হয়েছে। শিশুটি উপজেলার বরইতলী আলমনগর গ্রামের আবদুল হামিদের ছেলে। গতকাল শুক্রবার বিকাল পৌঁনে ৪টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের বরইতলী রাস্তার মাথাস্থ মোড়াইল্যাপাড়া নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রমতে, অজ্ঞাত একটি চেয়ারকোচ কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের উল্লেখিত স্থানে রাস্তা পারাপারের সময় শিশু আমির হোসনকে চাপা দিলে ঘটনাস্থলে সে প্রাণ হারায়। এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চিরিঙ্গা হাইওয়ে পুলিশ আইসি আবুল হোসেন মজুমদার। ঘটনার তদন্তকারী কর্মকর্তা এসআই নুরুল ইসলাম স্থানীয়দের বরাত দিয়ে বলেন, গাড়িটি অজ্ঞাত। ফলে কি ধরনের চেয়ারকোচ তা নির্ণয় করা যায়নি। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত

এমএসএফ হাসপাতাল সরিয়ে নেওয়ার পরিকল্পনা : মানবিক সেবা নাকি নতুন দ্বন্দ্বের সূচনা?

উখিয়া উপজেলার দক্ষিণের গ্রাম গয়ালমারা। এখানেই দাঁড়িয়ে আছে আন্তর্জাতিক মানবিক সংস্থা এমএসএফ (Médecins Sans Frontières) ...