প্রকাশিত: ১৭/১২/২০১৯ ৮:৪৬ পিএম , আপডেট: ১৭/১২/২০১৯ ৯:০৩ পিএম

শফিক আজাদ::
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)’র আওতাধীন গর্জনবুনিয়া বিওপি’র সদস্যরা সোমবার রাতে মিয়ানমান সীমান্তবর্তী গহীণ অরণ্যে মাদক বিরোধী অভিযান চালিয়ে ২কোটি ১০লাখ টাকা মূল্যের ৭০হাজার পিস ইয়াবাসহ ২জন পাচারকারীকে আটক করেছে।

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)’র সহকারি পরিচালক মো. ইয়ার হোসেন মঙ্গলবার এক মেইল বার্তায় জানান, নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম গর্জনবুনিয়া বিওপি’র এলাকা দিয়ে বিপুল পরিমাণ বার্মিজ ইয়াবা মিয়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করতে পারে এমন সংবাদে ভিত্তিতে গর্জনবুনিয়া বিওপি’র নায়েব সুবেদার মোঃ শহিদুল আলম এর নেতৃত্বে ১০ সদস্য বিশিষ্ট একটি টহল দল গর্জনবুনিয়া নামক স্থানে অবস্থান নেয়। এসময় মিয়ানমার হতে ২ জন ব্যক্তি মাথায় লাকড়ী নিয়ে আসতে দেখে তাদেরকে চ্যালেঞ্জ করলে তারা দৌড়ে পালানোর সময় টহল দল তাদেরকে আটক করে। ধৃতরা হলেন- কুতুপালং ক্যাম্পের ডি-ব্লকের বাসিন্দা মোঃ আবদুল হালিমের ছেলর আব্দুস সালাম (১৯), একই ক্যাম্পের মৃত আবদুল খালেকের ছেলে মোঃ পেডাং (১৮)। জব্ধকৃত ইয়াবার আনুমানিক মূল্য ২ কোটি ১০লাখ টাকা। আটককৃত ইয়াবাসহ আসামীদেরকে থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।

পাঠকের মতামত

কুতুপালং পশ্চিমপাড়ায় পরিচয় যাচাইহীন রোহিঙ্গা ভাড়া, বাড়ছে শঙ্কা

মিয়ানমারের রাখাইনে আরাকান আর্মি ও সেনা জান্তার সংঘর্ষে প্রাণ বাঁচাতে রোহিঙ্গাদের অনুপ্রবেশ অব্যাহত রয়েছে। সীমান্ত ...

রোহিঙ্গা ক্যাম্পের মানবিক কার্যক্রম পর্যবেক্ষণে ইউনাইটেড নেশন টিম

কক্সবাজারের উখিয়া-টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ইউনাইটেড নেশন ফোরাম বাংলাদেশ স্টাডি প্রোগ্রাম (BSP) এর ...

কক্সবাজারে বাল্যবিবাহ প্রতিরোধে ধর্ম ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ

কক্সবাজারে বাল্যবিবাহ শূন্যের কোটায় নামিয়ে আনার লক্ষ্যে অনুষ্ঠিত হলো “বাল্যবিবাহ প্রতিরোধে করণীয়” শীর্ষক আন্তঃধর্মীয় নেতৃবৃন্দের ...