প্রকাশিত: ৩০/০৭/২০২০ ১১:৫৪ এএম

ডেস্ক রিপোর্ট::
নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে রোহিঙ্গা ওয়াক্কাট্ট শাহ আলম নিহত হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে ১টি দেশীয় তৈরী এলজি, ৩ রাউন্ড কার্তুজ এবং ৪০হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে।

বৃহস্পতিবার রাত ৩টার দিকে ঘুমধুম সীমান্ত এলাকায় এ ঘটনাটি ঘটে।

নাইক্ষ্যংছড়ির থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর হোসেন কে বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স সফল করতে পুলিশ কঠোর পরিশ্রম করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় ইয়াবা পাচারের খবর পেয়ে ঘুমধুম সীমান্তে পুলিশ অবস্থান নিলে মাদক কারবারিরা পুলিশ লক্ষ্য করে গুলি ছুড়ে এসময় আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি বর্ষণ করে। উভয়পক্ষের গোলাগুলিতে শাহ আলম নামের এক রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়। তাকে উদ্ধার করে পাশ্ববর্তী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানিয়েছেন।

সুত্রে জানা গেছে, শাহ আলম ২০১৭সালে ২৫ আগস্টের পরে মিয়ানমার থেকে পালিয়ে এসে উখিয়া ৭নং ক্যাম্পে আশ্রয় নিয়ে ইয়াবা ব্যবসা করে আসছিল। তার সাথে সীমান্ত এলাকার বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি জড়িত রয়েছে।

পাঠকের মতামত

জুলাই যোদ্ধার স্বীকৃতি পাচ্ছে কক্সবাজারে নিহত হওয়া রোহিঙ্গা কিশোর

আওয়ামী লীগ স্বৈরাচারবিরোধী আন্দোলন চলাকালে কক্সবাজারে নিহত রোহিঙ্গা কিশোর নূর মোস্তফাকে ‘জুলাই শহীদ’ হিসেবে স্বীকৃতি ...

ড. ইউনূসের বিরুদ্ধে মামলার বাদী এখন কক্সবাজার দুদকের উপ-পরিচালক

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ড. মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ টেলিকমের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির ...

দৈনিক জনকণ্ঠের রিপোর্ট রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় প্রাইভেট হাসপাতালগুলোর সরকারি লাইসেন্স নেই, তদন্ত টিমের পরিদর্শন

রোহিঙ্গা অধ্যুষিত এলাকা উখিয়ায় ১৫টি ক্লিনিক হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টার চলছে অনুমতি বিহীন। সরকারিভাবে কোন ...