প্রকাশিত: ২৯/০৫/২০১৬ ৭:২৮ এএম

THE-CM1-408-696x452ডেস্ক।। গোপন বৈঠক করার সময় নগরীর পাঁচলাইশ থানা এলাকা থেকে শিবিরের তিন কর্মীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।  এসময় বিপুল সংখ্যক নিষিদ্ধ জিহাদী বইও উদ্ধার করা হয়।

শনিবার (২৮ মে) ভোররাতে পাঁচলাইশ থানার মোহাম্মদীয়া এলাকার হায়দার বিল্ডিংয়ের ভাড়াঘর থেকে এদের গ্রেফতার করা হয়।

তিন শিবির কর্মী হলেন, কক্সবাজারের চকরিয়া থানার দরবেশকাটার নাজিম উদ্দীনের ছেলে জাহাঙ্গীর মাহমুদ (৩২), চট্টগ্রামের ভূজপুর থানার হাসনাবাদ গ্রামের সফিউল আজমের ছেলে মো. ইকবাল (২৭) ও লোহাগাড়া থানার বিবিভিল্লার শাহজাহানের ছেলে হুমায়ূন কবির (২০)।

মহানগর গোয়েন্দা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল সংখ্যক নিষিদ্ধ জিহাদী বইসহ তিন শিবির কর্মীকে গ্রেফতার করা হয়েছে। দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর লক্ষ্যে গোপন বৈঠকে মিলিত হয়েছে এমন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।

প্যারেড গ্রাউন্ডে যুদ্ধাপরাধের রায়ে মৃত্যুদন্ডপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর গায়েবানা জানাযার সময় যানবাহন ভাংচুরসহ অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির ঘটনায় গ্রেফতার তিন শিবির কর্মী জড়িত বলে জানা গেছে।

পাঠকের মতামত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে প্রাণ গেল বউ-শাশুড়িসহ একই পরিবারের ৩ জনের

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশের বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের বউ-শাশুড়িসহ তিনজন নিহত ...

কক্সবাজার থেকে চট্রগ্রাম গিয়ে মিছিল, ছাত্রলীগ কর্মীসহ গ্রেপ্তার ৪

কক্সবাজার থেকে চট্টগ্রামে এসে ‘সরকারবিরোধী’ মিছিল করার অভিযোগে ‘নিষিদ্ধ’ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই কর্মীসহ চারজন ...

আওয়ামী আমলে পাসপোর্ট জিম্মিচার বছর পর যুক্তরাষ্ট্রে গেলেন সাবেক জামায়াত নেতা শাহ জালাল চৌধুরি

দীর্ঘ চার বছর পর অবশেষে বিদেশ ভ্রমণের সুযোগ পেলেন কক্সবাজার জেলা জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি ...