প্রকাশিত: ০৯/০৯/২০১৭ ৪:০১ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:৫০ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশকালে টেকনাফ সীমান্ত থেকে গুলিবিদ্ধ অবস্থায় শিশুসহ চার রোহিঙ্গাকে উদ্ধার করেছেন স্থানীয়রা। শুক্রবার রাতে টেকনাফ পয়েন্ট থেকে তাদের উদ্ধারের পর টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। গুলিবিদ্ধরা হলেন- আব্দুল করিম, ইমান শরিফ, আমেনা খাতুন, মো. সোহেল (৫)। গুলিবিদ্ধরা মিয়ানমারের তুবাপাড়া এলাকার বাসিন্দা বলে জানান তারা।

শনিবার সকালে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শুভন দাস বলেন, চার রোহিঙ্গার হাত, পা ও বুকে গুলির আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। গুলিবিদ্ধ ইমান শরিফ বলেন, গত ১০ দিন আগে মিয়ানমারের সেনাবাহিনীর একটি দল তাদের গ্রামের হামলা চালায় এবং ঘর-বাড়িতে আগুন লাগিয়ে দেয়। জীবন বাঁচাতে ঘর থেকে বের হয়ে পালানোর চেষ্টকালে তাদের লক্ষ্য করে সেনাবাহিনী গুলিবর্ষণ করে।

এ সময় তাদের সঙ্গে থাকা ১০-১২ জন গুলিবিদ্ধ হন। তারপর থেকে তারা পাহাড়ে, বনে-জঙ্গলে থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে আসছিলেন। অবশেষে শুক্রবার রাতে তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেন।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুদ্দিন খান বলেন, বিষয়টি তিনি শুনেছেন, এ বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।

পাঠকের মতামত

কক্সবাজারে স্বাস্থ্য বিভাগের নিয়োগ, পরীক্ষায় অনুপস্থিত থেকেও উত্তীর্ণ!

কক্সবাজারে স্বাস্থ্য সহকারীসহ বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষাকে ঘিরে গুরুতর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। পরীক্ষা ...

দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে ৮.৮ ডিগ্রি, টেকনাফে সর্বোচ্চ ৩১

শীতের তীব্রতা বাড়ায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে হাড়কাঁপানো ঠান্ডা অনুভূত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় যশোরে দেশের ...

১৩ রোহিঙ্গার জন্মনিবন্ধন জালিয়াতি, ইউপি উদ্যোক্তার স্বামী কারাগারে

নেত্রকোনার মোহনগঞ্জে চেয়ারম্যান ও সদস্যদের ভুয়া সিল–স্বাক্ষর ব্যবহার করে ১৩ জন রোহিঙ্গা নাগরিকের জন্মনিবন্ধন তৈরির ...