ইসলামী ব্যাংকের ১৬০০ কোটি ‘গায়েব’, এস আলমের বিরুদ্ধে আরও দুই মামলা
চট্টগ্রামে এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম মাসুদসহ ৪০ জনের বিরুদ্ধে দুটি মামলা দায়ের ...
নড়াইল সদর উপজেলায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে তিন জন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার তুলারামপুর গ্রামে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দা হোসেন মিয়া বলেন, মঙ্গলবার রাতে তিন ব্যক্তি তুলারামপুর গ্রামে হান্নান মোল্যার বাড়িতে গরু চুরি করতে যায়। এ সময় বাড়ির লোকজন টের পেলে ডাক-চিৎকার শুরু করে। তখন আশপাশের লোকজন এগিয়ে আসে। স্থানীয়দের আসতে দেখে তিন চোর পালানোর চেষ্টা করলে গ্রামবাসী ধাওয়া দিয়ে ধরে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়।
নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজেদুল ইসলাম বলেন, গরুচোর সন্দেহে গণপিটুনিতে তিন জন নিহত হয়েছেন বলে খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
পাঠকের মতামত