ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৩/০৪/২০২৫ ১:০৭ পিএম , আপডেট: ২৩/০৪/২০২৫ ৩:৪৫ পিএম

নীলফামারীর ডোমারে ফজরের নামাজ শেষে কোরআন তিলাওয়াতরত অবস্থায় মসজিদের ভেতরেই মৃত্যুবরণ করেছেন সাজু ইসলাম নামে এক যুবক।

মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে উপজেলার জামিরবাড়ী পাটোয়ারী পাড়া জামে মসজিদে হৃদয়বিদারক এ ঘটনা ঘটে ।

সাজু ইসলাম জামিরবাড়ী পাটোয়ারী পাড়ার মমিনুর রহমানের ছেলে। সাজুর অকাল মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

প্রতিবেশী শাকিল ইসলাম বলেন, সাজু ছিলেন এলাকার সবচেয়ে ভদ্র ও ধার্মিক যুবকদের একজন। তিনি নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের পাশাপাশি তাহাজ্জুদের নামাজও পড়তেন। তার জীবনের লক্ষ্য ছিল মসজিদকেন্দ্রিক জীবনযাপন।

মসজিদের ইমাম মাওলানা আব্দুর রাকিব বলেন, ফজরের নামাজ শেষে কোরআন তিলাওয়াত করছিলেন সাজু। হঠাৎ তিনি পড়ে যান এবং কিছুক্ষণের মধ্যেই নিস্তেজ হয়ে পড়েন। পরে নিশ্চিত হওয়া যায় তিনি মারা গেছেন। এটি নিঃসন্দেহে একটি সৌভাগ্যপূর্ণ মৃত্যু।

ডোমার থানার ওসি মো. আরিফুল ইসলাম বলেন, এটি একটি স্বাভাবিক মৃত্যু। আমরা বিষয়টি নিশ্চিত হয়েছি। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে জামিরবাড়ী পাটোয়ারী পাড়ায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সাজুকে দাফন করা হয়েছে।

পাঠকের মতামত

কক্সবাজারে স্বাস্থ্য বিভাগের নিয়োগ, পরীক্ষায় অনুপস্থিত থেকেও উত্তীর্ণ!

কক্সবাজারে স্বাস্থ্য সহকারীসহ বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষাকে ঘিরে গুরুতর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। পরীক্ষা ...

দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে ৮.৮ ডিগ্রি, টেকনাফে সর্বোচ্চ ৩১

শীতের তীব্রতা বাড়ায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে হাড়কাঁপানো ঠান্ডা অনুভূত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় যশোরে দেশের ...