ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৪/০৪/২০২৫ ৭:২৮ এএম
রাতের রোহিঙ্গা ক্যাম্প

কক্সবাজারের উখিয়ার কুতুুপালংয়ে ছুরিকাঘাতে এক রোহিঙ্গা যুবক নিহত এবং আরও দু’জন গুরুতর আহত হয়েছেন।

রোববার (১৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুতুপালং রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকে ইভটিজিংকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত রোহিঙ্গা যুবকের নাম মোহাম্মদ নুর হোসেন ওরফে সাইফুল (২৩)। তিনি কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের ব্লক সি-এর বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ক্যাম্পের ফুটবল মাঠের পাশে এক রোহিঙ্গা তরুণীর সঙ্গে ইভটিজিংয়ের ঘটনাকে কেন্দ্র করে কথা-কাটাকাটির একপর্যায়ে প্রতিপক্ষ ছুরি নিয়ে হামলা চালায়। এতে সাইফুলসহ আরও দু’জন আহত হন। পরে তাদের কুতুপালং জিকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সাইফুলকে মৃত ঘোষণা করেন।

আহত দু’জন হলেন – মোহাম্মদ জোবায়ের (১৭) ও মোহাম্মদ রফিক (১৬)। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। জোবায়েরের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এ বিষয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসেন জানান, নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। অভিযুক্তদের শনাক্তে কাজ চলছে। ক্যাম্প এলাকায় বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

পাঠকের মতামত

দৈনিক জনকণ্ঠের রিপোর্ট রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় প্রাইভেট হাসপাতালগুলোর সরকারি লাইসেন্স নেই, তদন্ত টিমের পরিদর্শন

রোহিঙ্গা অধ্যুষিত এলাকা উখিয়ায় ১৫টি ক্লিনিক হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টার চলছে অনুমতি বিহীন। সরকারিভাবে কোন ...

উখিয়ায় র‌্যাব পরিচয়ে অপহরণ, ইউনিফর্ম, অস্ত্র-গুলি ও হাতকড়াসহ আটক ১

কক্সবাজারের উখিয়ায় র‌্যাব পরিচয়ে রোহিঙ্গা যুবককে অপহরণ, মুক্তিপণ আদায়ের চেষ্টা এবং প্রতারণার অভিযোগে একটি সংঘবদ্ধ ...