প্রকাশিত: ১২/০৭/২০১৬ ৭:৪১ এএম

নিজস্ব প্রতিনিধি, উখিয়া
উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবির থেকে জাল টাকা সহ এক পেশাদার ভেজাল মুদ্রা পাচারকারীকে আটক করেছে শরণার্থী শিবিরে দায়িত্বরত পুলিশ। আটক জাল টাকা ব্যবসায়ী আলী আহমদ (৩২) কে গতকাল সোমবার উখিয়া থানা সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে এএসআই আব্দুর রাজ্জাক বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের পূর্বক গতকাল সোমবার কক্সবাজার আদালতে প্রেরণ করা হয়েছে। জানা গেছে, উখিয়ার রাজাপালং ইউনিয়নের পশ্চিম ডিগলিয়াপালং গ্রামের মৃত কবির আহমদের ছেলে আলী আহমদ ইতিপূর্বেও উখিয়া ফরেস্ট রোড এলাকায় জাল টাকা বাজারজাত করার সময় উখিয়া থানা পুলিশ তাকে ধৃত করে আদালতে প্রেরণ করে। ইতিমধ্যে সে জামিনে মুক্ত হয়ে ফের জাল টাকা পাচারে জড়িয়ে পড়ে। গত রোববার রাত ১১টার দিকে আলী আহমদত ৮ হাজার জাল টাকা নিয়ে কুতুপালং শরণার্থী ক্যাম্পে বাজারজাত করার সময় ক্যাম্প পুলিশ তাকে আটক করে উখিয়া থানা পুলিশের নিকট সোপর্দ করে।

পাঠকের মতামত

বেপরোয়া আন্তর্জাতিক হুন্ডিচক্র টেকনাফের গফুর সিন্ডিকেট, পাচার হচ্ছে কোটি কোটি টাকা

আন্তর্জাতিক হুন্ডিচক্র টেকনাফের গফুর সিন্ডিকেট হুন্ডির মাধ্যমে অবৈধভাবে বিদেশ ও ইয়াবার টাকা পাচার অব্যাহত রেখেছে। ...