বিশেষ প্রতিনিধি:
কক্সবাজার সরকারি কলেজের মেধাবী ছাত্রী এইচ এসসি পরীক্ষার্থী সানজিদা তাসমিন অপহরণের ১৪দিন পর ১২ জানুয়ারী ভোরে চট্টগ্রামের আগ্রাবাদ ইপিজেট এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণের মূল হুতা এহেছানকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্প্রতিবার দুপুরে কক্সবাজার সদর মডেল থানার পুলিশ মামলার তদন্তকারি কর্মকর্তা মনোতোষ বড়ুয়া ধৃতদের আদালতে হাজির করলে বিচারক আসামি এহেছানকে জেল হাজতে প্রেরন করার নির্দেশ দেন।
একই সাথে অপহৃতা ভিকটিম সানজিদার বক্তব্য শুনে তাকে মা-বাবার জিম্মায় দেন।
গত ২৮ ডিসেম্বর সন্ধ্যায় শহরের পেশকার পাড়া থেকে ফিল্মস্টাইলে অপহরণ করে দুর্বৃত্তরা। পরে এ ঘটনায় কক্সবাজার সদর মডেল থানায় অপহৃতার পিতা কর্তৃক মামলা দায়ের করা হলেও পুলিশের উদ্ধার অভিযান চালায় জেলার সর্বত্র। প্রায় ২ সপ্তাহ ধরে উদ্ধার করতে না পারায় হতাশ হয়ে পড়েছিল সানজিদার পরিবার ও এলাকাবাসি। অবশেষে চট্টগ্রামের গোয়েন্দা পুলিশেষর সহযোগীতায় মামলার তদন্তকারি কর্মকার্তা অভিযুক্ত আসামিকেসহ ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়।
শহরের পেশকার পাড়ার বাসিন্দা ও কক্সবাজার সরকারি কলেজের এইচএসসি পরিক্ষার্থী বিজ্ঞান বিভাগের ছাত্রী সানজিদা তাসমিন (১৭)কে দীর্ঘদিন ধরে উত্যাক্ত করত টেকপাড়ার আব্দুল মালেকের পুত্র এহেছান (৩০)। এ ঘটনা নিয়ে সানজিদার পিতা কর্তৃক ইতিপুর্বে থানায় একাধিক অভিযোগসহ জিডিও করে ছিল। পরবর্তীতে অভিযুক্ত এহেছানসহ বখাটেদের অত্যচারে সম্প্রতি কলেজে যাওয়া আসা বন্ধ করে দেয় সানজিদা। বখাটেদের অত্যচারে কলেজে যাওয়া আসা বন্ধ করে দিয়েও ঘরে থাকতে পারেনি মেধাবী ছাত্রী সাজিদা। সানজিদার পিতা আব্দুল মালেক জানান,গত ২৮ ডিসেম্বর সন্ধ্যা অনুমান সাড়ে ৭টার দিকে বাড়ির সামনে রাস্তায় সন্ত্রাসী এহেসানের নের্তৃত্বে ৪/৫জন অস্ত্রধারী সানজিদাকে প্রকাশ্য অস্ত্রের মুখে জিম্মি করে একটি সিএনজিতে জোর পুর্বক তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। ঘটনার পরপরই বিষয়টি পুলিশকে অবহিত করা হয়। এ ছাড়াও গত ৩০ ডিসেম্বর রাতে কক্সবাজার সদর মডেল থানায় অপহৃতার পিতা আব্দুল মালেক নিজে বাদি হয়ে টেকপাড়ার মালেকের পুত্র এহেছানকে প্রধান আসামি করে ৪জনের বিরুদ্ধে নারিও শিশু নির্যাতন ও অপহরণের ধারায় মামলা দায়ের করে। সদর মডেল থানা মামলা নং-৪৭ ও জিআর ৮১৫ নং এজাহারে পিতা আব্দুল মালেক উল্লেখ করে তার মেয়ে সানজিদা সন্ধ্যায় বাড়ির পাশর্^বর্তী দাদার বাড়ি থেকে নিজ বাড়ি ফিরছিল। এসময় পথে আগে থেকে উৎপেতে ছিল সন্ত্রাসী এহেসানের নেতৃত্বে অস্ত্রধারি আরও ৪/৫জন বখাটে যুবক। তারা গত ২৮ ডিসেম্বর সন্ধ্যা অনুমান সাড়ে ৭টার দিকে রাস্তায় কলেজ ছাত্রী সানজিদাকে প্রকাশ্য অস্ত্রের মুখে জিম্মি করে একটি সিএনজিতে জোর পুর্বক তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায় বলে উল্লেখ করেন। এদিকে পুলিশ জানায় আটক এহেছানের বিরুদ্ধে সানজিদা আপহরণ মামলা ছাড়াও সদর থানায় আরও একাধিক মামলা রয়েছে। সি বি এ ন
পাঠকের মতামত