প্রকাশিত: ০৮/০২/২০২০ ৪:২৯ পিএম

চীনে মহামারি রূপ ধারণ করা প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে আক্রান্ত প্রায় ২০ হাজার রোগীকে হত্যার জন্য চীন সরকার আদালতের কাছে অনুমতি চেয়েছে বলে খবর প্রকাশ হয়েছে।
সম্প্রতি ‘এবি-টিসি ডটকম-সিটি নিউজ’ নামক একটি সংবাদমাধ্যমের একটি প্রতিবেদনে এ তথ্য প্রকাশ পেয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এই সময়।

প্রতিবেদনে লেখা হয়েছে, ‘করোনভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে ২০ হাজার রোগীকে হত্যায় সর্বোচ্চ আদালত সুপ্রিম পিপলস কোর্টের অনুমোদনের অপেক্ষায় সরকার।’

তবে ইংরেজিতে লেখা সেই প্রতিবেদনের প্রথম বাক্যেই China কে Chhina লেখা হয়েছে।

প্রতিবেদনটিতে একটি ডকুমেন্টে উল্লেখ করা হয়েছে, যেখানে ‘রাষ্ট্র’ আদালতের কাছে লিখছে, ‘এই দেশটা হয়তো সব নাগরিকদেরই হারাবে, যদি না আক্রান্তরা খুব শিগগিরই নিজেদের জীবনের মায়া ত্যাগ করে স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্তের অন্যান্য মানুষকে বাঁচান।’

তবে ‘এবি-টিসি ডটকম-সিটি নিউজ’ ওয়েবসাইটটি কোনো প্রতিবেদকের নাম ছাড়াই কেবলমাত্র স্থানীয় সংবাদদাতা লিখেই এই গুরুতর খবরটি প্রকাশ করেছে।

এই ওয়েবসাইটটি ছাড়া আর কোনো আন্তর্জাতিক মিডিয়া এ ধরনের কোনো খবর প্রকাশ করেনি।

এদিকে মার্কিন সত্যতা যাচাই সংস্থা স্নোপস ফ্যাক্ট-চেকসহ বিশ্বের বিভিন্ন সংবাদ সংস্থা এই প্রতিবেদনকে ‘ভুয়া খবর’ বলে অ্যাখ্যা দিয়েছে।

স্নোপস ফ্যাক্ট-চেক এই প্রতিবেদনের সমালোচনা করে বলেছে, কীভাবে দিনের পর দিন একটা ওয়েবসাইট এই ধরনের ভুয়া খবর প্রকাশ করতে পারে।

তারা আরো বলেছে যে, এই ধরনের ভুয়া খবর প্রকাশের জন্য এই ওয়েবসাইটকে বিশ্বাস করা যাবে না।

এদিকে চীনের সুপ্রিম পিপলস কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটেও এই ধরনের কোনো ঘটনার কথা উল্লেখ করা হয়নি।

পাঠকের মতামত

মিয়ানমারে জনগণকে ভোট দিতে বাধ্য করতে ‘নৃশংসতা’ চালাচ্ছে জান্তা: জাতিসংঘ

মিয়ানমারের জান্তা আসন্ন সেনা-নিয়ন্ত্রিত নির্বাচনে জনগণকে ভোট দিতে বাধ্য করতে সহিংসতা চালাচ্ছে এবং ভয়ভীতিও প্রদর্শন ...

দিল্লির পর কলকাতাতেও বাংলাদেশ উপদূতাবাসের সামনে বিক্ষোভ

ভারতের নয়াদিল্লির পর এবার কলকাতায় বাংলাদেশের উপদূতাবাসের (ডেপুটি হাইকমিশন) সামনে বিক্ষোভ করেছে হিন্দুত্ববাদী সংগঠনগুলো। মঙ্গলবার ...

ওসমান হাদি হত্যাকাণ্ডের নিন্দা জাতিসংঘ মহাসচিবের, বিচার নিশ্চিতের আহ্বান

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের ঘটনায় নিন্দা জানিয়েছেন জাতিসংঘের ...

মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি জানুয়ারিতে

রাখাইনের রোহিঙ্গা মুসলিম সংখ্যালঘুদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে করা মামলার শুনানি জানুয়ারিতে শুরু হচ্ছে। ...

জেনেভায় রোহিঙ্গা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক, অগ্রগতি তুলে ধরবে বাংলাদেশ

‘গ্লোবাল রিফিউজি ফোরাম (জিআরএফ) প্রোগ্রেস রিভিউ ২০২৫’ শুরু হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভায়। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ...