ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৮/১২/২০২৫ ৭:৪৬ এএম

অনলাইনে জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি) পরিচয় এবং ছবি ব্যবহার করে প্রতারণার অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে কক্সবাজার জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

গ্রেপ্তারকৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার সাগর আহমেদ এবং কুমিল্লার হারুনুর রশীদ। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে ঢাকার বাড্ডা ও কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার (১৭ ডিসেম্বর) রাত ৯টার দিকে ঢাকাপোস্টকে বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমন কান্তি চৌধুরী।

তিনি বলেন, কক্সবাজারের ডিসি-এসপি পরিচয় ব্যবহার করে দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র সাধারণ মানুষের সঙ্গে নানা কৌশলে প্রতারণা করে আসছিল। তথ্যপ্রযুক্তির সহায়তায় চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আগেও প্রতারণার অভিযোগ রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

গত ১০ ডিসেম্বর কক্সবাজার জেলা পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক সতর্কবার্তায় জানানো হয়, হোয়াটসঅ্যাপে ০১৮৬৪৯০১৭৬৫ নম্বর ব্যবহার করে পুলিশ সুপার, কক্সবাজার জেলার নাম ও ছবি অপব্যবহার করে প্রতারণার চেষ্টা করা হচ্ছে। এ ধরনের বিভ্রান্তিকর কর্মকাণ্ডে কেউ যেন বিভ্রান্ত না হন, সে জন্য বিশেষভাবে পরামর্শ দেওয়া হলো। সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার জন্য অনুরোধ জানানো হচ্ছে।

এর আগের দিন, ৯ ডিসেম্বর কক্সবাজারের জেলা প্রশাসক আব্দুল মান্নানও একই ধরনের সতর্কতা জারি করেন।

জেলা প্রশাসনের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত বার্তায় বলা হয়, জেলা প্রশাসক, কক্সবাজার-এর নাম ও ছবি ব্যবহার করে প্রতারণার চেষ্টা করা হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানানো হলো।

সতর্কতামূলক সেই ফেসবুক পোস্টে একটি ছবি যুক্ত করা হয়, যেখানে ০১৭৬৪৮৮৪৩৯০ নম্বরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে কক্সবাজারের জেলা প্রশাসক মো. আবদুল মান্নানের ছবি ব্যবহার করা হয়েছে এবং নিচে জেলা প্রশাসকের নামও লেখা রয়েছে

পাঠকের মতামত

টেকনাফের রঙ্গীখালী পাহাড়ে বিজিবির অভিযান: বিপুল অস্ত্র ও হ্যান্ড গ্রেনেড উদ্ধার

কক্সবাজারের টেকনাফ সীমান্তবর্তী হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকার গহীন পাহাড়ে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, ...

অন্যের নামে সেন্টমার্টিন ভ্রমণ করা যাবে না, কঠোর অবস্থানে প্রশাসন

আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সর্বোচ্চ দুই হাজার পর্যটক প্রবালদ্বীপ সেন্ট মার্টিন ভ্রমণের সুযোগ পাচ্ছেন। ...

রোহিঙ্গা ক্যাম্পে অনুমতিহীন টার্ফ নির্মাণ, নিরাপত্তা ঝুঁকি ও সংঘাতের আশঙ্কা

কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা শরণার্থী শিবির এলাকায় অত্রযত্র অনুমোদনবিহীন ফুটবল টার্ফ গড়ে উঠছে। প্রয়োজনীয় প্রশাসনিক ...

উখিয়ায় জাইকা প্রকল্পে পাহাড়ি মাটি দিয়ে সড়ক নির্মাণ!

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)’র অর্থায়নে পরিচালিত ডিগলিয়া-চাকবৈটা সড়ক নির্মাণ প্রকল্পে গুরুতর অনিয়মের তথ্য পাওয়া ...