ডেস্ক নিউজ
প্রকাশিত: ২০/০৫/২০২৪ ৯:৪৮ এএম

কক্সবাজারে হানিমুনে এসে লাশ হয়ে ফিরলেন মোহাম্মদ জাহিদ (২৭) নামের এক পর্যটক। এসময় নিহত হয়েছেন কিরণ চাকমা (৪০) নামে আরও এক ব্যক্তি। আজ রোববার দুপুর কক্সবাজার-টেকনাফের মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা এলাকায় ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের হরিখোলা গ্রামের লাতাইঅং চাকমার ছেলে ও ইউনিয়ন যুবলীগের ৪ নাম্বার ওয়ার্ডের সহ-সভাপতি বারিক্কা ওরফে কিরণ চাকমা (৪০) এবং রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টারের বাসিন্দা মাজহারুল ইসলামের ছেলে মোহাম্মদ জাহিদ (২৭)। এসময় গুরুতর আহত হয়েছেন জাহিদের স্ত্রী মরিয়ম বেগম (১৮)।

বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক সামি উদ্দিন বলেন, মেরিন ড্রাইভ সড়কের জাহাজপুরা অংশে ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। আহতদের হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

নিহত জাহিদের স্বজনরা জানান, সম্প্রতি বিয়ের পর জাহিদ ও তার স্ত্রী মরিয়ম হানিমুনে ঢাকা থেকে কক্সবাজার বেড়াতে যান। শনিবার তাদের চলে আসার কথা ছিল। কিন্তু জাহিদ নববধূকে নিয়ে যাওয়ায় অতিরিক্ত একদিন বেড়ানোর কথা বলে রোববার কক্সবাজারে থেকে যায়। এরইমধ্যে জাহিদ ও তার স্ত্রী ‘রেন্ট এ বাইক’ থেকে মোটরসাইকেল ভাড়া নিয়ে ঘুরতে যান মেরিন ড্রাইভ সড়কে। সেখানে দুর্ঘটনার শিকার হন। হাসপাতালে আনা হলে জাহিদকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তার স্ত্রী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

পাঠকের মতামত

কক্সবাজার জলবায়ু উদ্বাস্তু পুনর্বাসন প্রকল্প থেকে ৪৪০৯ জনের নাম বাতিল

কক্সবাজারে জলবায়ু উদ্বাস্তু পুনর্বাসন প্রকল্পে (খুরুশকুল) পুনর্বাসনের চার হাজার ৪০৯ জনের তালিকা বাতিল করা হয়েছে। ...

জনগণ সচেতন হলে মব-চাঁদাবাজি বন্ধ হবে: কক্সবাজারে স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘জনগণ সচেতন হলে মব ভায়োলেন্স ...

আজ ১২ ঘন্টার সফরে কক্সবাজারে আসছেন স্বরাষ্ট্র উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) ...