প্রকাশিত: ২০/০৮/২০১৭ ৯:৪৬ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:৫০ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
কক্সবাজার শহরের বৌদ্ধ পল্লীতে নাশকতার সন্দেহে জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মনজুর হাসানকে পুলিশের কাছে সোপর্দ করেছে ছাত্রলীগ। এ ঘটনায় রবিবার সকালে পুলিশ বাদী হয়ে সংশ্লিষ্ট আইনে মামলা করে হাসানকে আদালতে পাঠায়।

কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমেদ জয় জানান, শনিবার রাতে জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মনজুর হাসানের নেতৃত্বে কয়েকজন কক্সবাজার শহরের বৌদ্ধ বিহার সংলগ্ন এলাকায় জড়ো হয়। ওই সময় তারা বৌদ্ধ পল্লী কেন্দ্রিক নাশকতার চেষ্টা করলে প্রত্যক্ষদর্শীরা তাকে খবর দেয়।

তিনি এবং তার সাধারণ সম্পাদকসহ একদল ছাত্রলীগের নেতা-কর্মী দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে বাকিরা পালিয়ে গেলেও হাসানকে আটক করা হয়। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

কক্সবাজার সদর থানার ওসি (অপারেশন) মাঈন উদ্দিন জানান, বিষয়টি যাচাই-বাছাই করে প্রমাণ পাওয়ায় এ ঘটনায় হাসানের বিরুদ্ধে রবিবার দ্রুত বিচার আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।

পাঠকের মতামত

খেলাভিত্তিক শিক্ষায় ব্র্যাকের তথ্য বিনিময় অনুষ্ঠান

শিশুদের খেলাভিত্তিক শেখা, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ও মনোসামাজিক বিকাশ নিশ্চিতে ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে অনুষ্ঠিত হলো ...

১২ ফেব্রুয়ারি ভোট শেষ না হওয়া পর্যন্ত অনুমতি ছাড়া ওয়াজ মাহফিল নিষিদ্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) ধর্মীয় প্রচার কার্যক্রমে নিয়ন্ত্রণ আরোপ করেছে। ...