উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৪/০৩/২০২৫ ৫:০৭ এএম

কক্সবাজারের চকরিয়া সরকারি কলেজের এইচএসসি’র টেস্ট পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের একটি অংশ চট্টগ্রাম-কক্সবাজার সড়কে অবরোধ করেছে। তারা টেস্ট পরীক্ষার ফলাফল পূন:বিবেচনার দাবী জানিয়ে তারা মহাসড়ক অবরোধ করে। এসময় শিক্ষার্থীদের বিক্ষোভে সড়কে ঘন্টাব্যাপী যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে গাড়িতে থাকা দুরপাল্লার যাত্রীরা চরম দূর্ভোগে পড়ে। খবর পেয়ে চকরিয়া থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌছে শিক্ষার্থীদের সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করে। অধ্যক্ষ তাদের দাবী বিবেচনার আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করেন শিক্ষার্থীরা।

সোমবার (৩ মার্চ) বেলা ১২টার দিকে কক্সবাজারের চকরিয়া সরকারি কলেজের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে করে তারা।
শিক্ষার্থীরা জানান, চকরিয়া সরকারি কলেজের প্রায় ১০৫০ জন এইচএসসি পরীক্ষার্থী নির্বাচনী পরীক্ষায় অংশ গ্রহণ করে। কলেজ কর্তৃপক্ষের ঘোষিত ফলাফলে বিজ্ঞান বিভাগে ৬৯ জন, মানবিক ১১০ ও ব্যবসায় শিক্ষায় ১০৯ জন শিক্ষার্থী পাশ করে। এতে ফেল করে ৬৪০ জন শিক্ষার্থী।
বিজ্ঞান বিভাগের সীমান্ত বড়ুয়া নামে এক শিক্ষার্থী জানান, নির্বাচনী পরীক্ষায় প্রথমবার ফলাফলে আমি পাশি করেছি। কিন্তু দ্বিতীয়বার সংশোধিত ফলাফলে তার নাম নেই। তাকে অকৃতকার্য দেখানো হয়েছে বলে দাবী করেন তিনি। এরকম অনেক শিক্ষার্থী প্রথমবারে পাশ করলেও পরে তাকে অকৃতকার্য হিসেবে দেখানো হয়েছে। তাই এই ফলাফল বাতিলের দাবীতে মহাসড়ক অবরোধ করে ফলাফল পূন:বিবেচনার দাবী জানিয়েছেন তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী জানান, গত ৫ আগস্টের আগে ও পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলেনর সময় কলেজ বন্ধ, নিয়মিত ক্লাস না হওয়া, শিক্ষার্থীদের অনুপস্থিতিসহ সবকিছু মিলিয়ে লেখাপড়া করতে না পারায় নির্বাচনী পরীক্ষা তেমন ভাল করতে পারেনি শিক্ষার্থীরা।
তাছাড়া খাতা নিরীক্ষণে শিক্ষকদের কড়াকড়ির কারণে এই ফলাফল বিপর্যয় হয়েছে। এদিকে দুইবার ফলাফল ঘোষণাকে কলেজ কর্তৃপক্ষের অবহেলা বলেও মনে করছেন কর্মসূচীতে অংশ গ্রহণ করা শিক্ষার্থীরা।
চকরিয়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুসরাত জাহান বলেন, এ বিষয়ে ছাত্রদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। তাছাড়া নির্বাচনী পরীক্ষা পরিচালনায় একটি কমিটি রয়েছে। তারা এ বিষয়ে সিদ্বান্ত দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে

পাঠকের মতামত

ড. ইউনূসের বিরুদ্ধে মামলার বাদী এখন কক্সবাজার দুদকের উপ-পরিচালক

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ড. মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ টেলিকমের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির ...

দৈনিক জনকণ্ঠের রিপোর্ট রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় প্রাইভেট হাসপাতালগুলোর সরকারি লাইসেন্স নেই, তদন্ত টিমের পরিদর্শন

রোহিঙ্গা অধ্যুষিত এলাকা উখিয়ায় ১৫টি ক্লিনিক হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টার চলছে অনুমতি বিহীন। সরকারিভাবে কোন ...

উখিয়ায় র‌্যাব পরিচয়ে অপহরণ, ইউনিফর্ম, অস্ত্র-গুলি ও হাতকড়াসহ আটক ১

কক্সবাজারের উখিয়ায় র‌্যাব পরিচয়ে রোহিঙ্গা যুবককে অপহরণ, মুক্তিপণ আদায়ের চেষ্টা এবং প্রতারণার অভিযোগে একটি সংঘবদ্ধ ...