প্রকাশিত: ০৫/০৭/২০২২ ৮:১২ এএম

কক্সবাজার সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল উদ্দিনকে (২৬) কুপিয়ে হত্যার মূলহুতা আজিজ সহ ৭ জনকে আটক করেছে পুলিশ ও র‌্যাব-১৫।

আজিজ সিকদারকে সোমবার বিকালে র‌্যাব সদস্যরা আটক করেছেন। অপর ৬ জনকে আটক করেছে পুলিশ।

সোমবার বিকেল পাঁচটার দিকে আজিজ বাদে ৬জনকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। তবে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি।

আটক ব্যক্তিরা হলেন সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের তেতৈয়া ও ডেইলপাড়ার বাসিন্দা মো. সেলিম (২৯),শাহাবুল্লাহ (২২), দক্ষিণ ডেইলপাড়ার দুই ভাই মো. এহসান উল্লাহ (২২) ও এরশাদুল্লাহ (২০), একই এলাকার মো. জহিরের স্ত্রী রোজিনা আক্তার (৩০) ও কক্সবাজার শহরের টেকপাড়ার সাইদুল করিমের স্ত্রী ছফুরা বেগম (২৮)।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গীয়াস বলেন, ছাত্রলীগ নেতা হত্যার ঘটনার জড়িত থাকার অভিযোগে দুই নারীসহ এই ছয়জনকে আটক করা হয়েছে। ৫৪ ধারায় তাঁদের আজ বিকেলে আদালতে পাঠানো হয়েছে। নিহত পরিবারের পক্ষে থানায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

তবে ঘটনার সঙ্গে জড়িত অন্যদের ধরতে পুলিশের অভিযান চলছে।

এদিকে খুরুশকুলে ছাত্রলীগ নেতা ফয়সাল উদ্দিনকে কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যার ঘটনায় পুলিশের দায়িত্ব পালনে অবহেলা আছে কিনা তা খতিয়ে দেখতে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলামকে প্রধান করে গঠিত কমিটিকে আগামি ৩ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

পুলিশ সুপার মো. হাসানুজ্জামান জানান, তদন্ত কমিটির প্রতিবেদনে কোন পুলিশ সদস্যের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলার প্রমান পাওয়া গেলে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

পাঠকের মতামত

কক্সবাজারে স্বাস্থ্য বিভাগের নিয়োগ, পরীক্ষায় অনুপস্থিত থেকেও উত্তীর্ণ!

কক্সবাজারে স্বাস্থ্য সহকারীসহ বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষাকে ঘিরে গুরুতর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। পরীক্ষা ...

দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে ৮.৮ ডিগ্রি, টেকনাফে সর্বোচ্চ ৩১

শীতের তীব্রতা বাড়ায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে হাড়কাঁপানো ঠান্ডা অনুভূত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় যশোরে দেশের ...

১৩ রোহিঙ্গার জন্মনিবন্ধন জালিয়াতি, ইউপি উদ্যোক্তার স্বামী কারাগারে

নেত্রকোনার মোহনগঞ্জে চেয়ারম্যান ও সদস্যদের ভুয়া সিল–স্বাক্ষর ব্যবহার করে ১৩ জন রোহিঙ্গা নাগরিকের জন্মনিবন্ধন তৈরির ...