ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩০/০৭/২০২৪ ৯:২০ এএম

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় কক্সবাজারের চকরিয়া সরকারি কলেজের ছাত্র নিহত আহসান হাবিবের (২৩) পরিবারকে সঞ্চয়পত্রসহ আর্থিক সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (২৮ জুলাই) কক্সবাজার জেলা প্রশাসকের দেওয়া তথ্যের ভিত্তিতে নিহত আহসান হাবিবের পরিবারকে নগদ আর্থিক সহায়তাসহ সঞ্চয়পত্র প্রদান করেন প্রধানমন্ত্রী। এ সময় নিহত হাবিবের বাবা-মা ও স্থানীয় চেয়ারম্যান উপস্থিত ছিলেন।

জানা যায়, চকরিয়া সরকারি কলেজের ৩য় বর্ষের ছাত্র ও সাবেক ছাত্রলীগের ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক আহসান হাবিব চকরিয়ার ফাঁশিয়াখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হেলালের উদ্দিনের ছেলে। তাদের ২ ভাই ও ২ বোনের একটি অসহায় সংসার। তার বাবা একজন ক্ষুদ্র ব্যবসায়ী। বাবার আয়ের ওপর ভিত্তি করে সংসার চলে, আর্থিক অবস্থা তেমন ভালো না থাকায় লেখাপড়ার পাশাপাশি নিরুপায় হয়ে হাবিব কক্সবাজারে চাকরি নেন।

গত বৃহস্পতিবার (১৮ জুলাই) রাতে শহর থেকে বাসায় ফেরার পথে দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হন হাবিব। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

নিহতের বাবা হেলাল উদ্দিন বলেন, আমার ছেলে চাকরির সুবাদে কক্সবাজার থাকত। লেখাপড়ার পাশাপাশি একটি বেসরকারি সংস্থায় পার্টটাইম চকরি করত। ঘটনার দিন বৃহস্পতিবার রাতে বাসায় ফেরার পথে আন্দোলনের সময় দুর্বৃত্তের গুলিতে সে মারা যায়।

এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন জানান, গত রোববার ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ ১০ হাজার টাকাসহ ১০ লাখ টাকার সঞ্চয়পত্র হাতে তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পাঠকের মতামত

বিটিভি’র “নতুন কুঁড়ি ২০২৫”-এ উখিয়ার তিন শিক্ষার্থীর দুর্দান্ত সাফল্য

মুজিবুর রহমান:: বাংলাদেশ টেলিভিশন ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ...

রোহিঙ্গা সংকটযুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য অনুদান কমানোয় বাংলাদেশের ঋণ ৪০০ মিলিয়ন

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্র গত বছর অনুদান দিয়েছিল ৩০০ মিলিয়ন ডলার। কিন্তু চলতি ...

সীমান্তবর্তী প্রতিটি স্কুল-কলেজের শিক্ষার্থীদের সামরিক প্রশিক্ষণের ব্যবস্থা করবো: শাহজাহান চৌধুরী

কক্সবাজার জেলা বিএনপির সভাপতি, সাবেক সাংসদ ও হুইপ জননেতা শাহজাহান চৌধুরী বলেছেন, ক্লাসে ন্যূনতম ৭০ ...

১ নভেম্বর থেকে খুলছে সেন্টমার্টিন, তবে ডিসেম্বর পর্যন্ত রাত্রিযাপন নিষিদ্ধ

সেন্টমার্টিন দ্বীপ পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে আগামী ১ নভেম্বর থেকে। পর্যটন মৌসুম চলবে ফেব্রুয়ারি ...

ঢাকায় রেলক্রসিংয়ে প্রাণ হারালেন কক্সবাজারে উষা বড়ুয়া

রাজধানী ঢাকার মহাখালী রেলক্রসিংয়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কক্সবাজারের রামু উপজেলার মেরংলোয়া গ্রামের উষা বড়ুয়ার ...