ডেস্ক নিউজ
প্রকাশিত: ০১/০৫/২০২৫ ৭:৪৫ এএম

কক্সবাজারের পেকুয়ায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১৬ জন আহত হয়েছে। আহতদের মধ্যে বয়স্ক বৃদ্ধাও রয়েছে।

বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৩টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মাতবর পাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।

আহত শিশুরা হলেন- একই এলাকার আব্দুল আজিজ (১১), জামিয়া (২৪), আবরার (৭), সাঈদুর রহমান (৮), আলিফা (২৩), নুরুল আজিম (২৬), আফিফা (৫), কামার হোসাইন (৬৫), জারিয়া (৯), আরিয়ান (৬), সুমন (১৭), পারভীন (৩৮), রিয়া মনি (১১), মো. শাহিন আলম (১২), দিলোয়ারা বেগম (৭০), রাশেদা বেগম (৬০)।

আহতদের উদ্ধার করে স্থানীয়রা পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেল ৩টার দিকে বাচ্চারা মাঠে খেলা করছিল। এমন সময় দুটি পাগলা কুকুর বাচ্চাদের ওপর আক্রমণ করে কামড়াতে থাকে। এসময় শিশুদের চিৎকারের স্বজনরা এগিয়ে আসলেও কুকুরের আক্রমণ থেকে তারা রক্ষা পাইনি। কুকুরের আক্রমণের ভয়ে শিশুদের উদ্ধার করার সাহস পাইনি।

স্থানীয়রা আরও জানান, কুকুর দুটি পুরো মাতবর পাড়া এলাকায় প্রায় সন্ধ্যা পর্যন্ত তাণ্ডব চালায়। এরপর থেকে বিভিন্ন এলাকায় কুকুর আতঙ্ক বিরাজ করছে।

পেকুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কুকুরের আক্রমণ আহত ১৬ জন চিকিৎসা নিয়েছেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

পাঠকের মতামত

জুলাই যোদ্ধার স্বীকৃতি পাচ্ছে কক্সবাজারে নিহত হওয়া রোহিঙ্গা কিশোর

আওয়ামী লীগ স্বৈরাচারবিরোধী আন্দোলন চলাকালে কক্সবাজারে নিহত রোহিঙ্গা কিশোর নূর মোস্তফাকে ‘জুলাই শহীদ’ হিসেবে স্বীকৃতি ...

ড. ইউনূসের বিরুদ্ধে মামলার বাদী এখন কক্সবাজার দুদকের উপ-পরিচালক

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ড. মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ টেলিকমের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির ...

দৈনিক জনকণ্ঠের রিপোর্ট রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় প্রাইভেট হাসপাতালগুলোর সরকারি লাইসেন্স নেই, তদন্ত টিমের পরিদর্শন

রোহিঙ্গা অধ্যুষিত এলাকা উখিয়ায় ১৫টি ক্লিনিক হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টার চলছে অনুমতি বিহীন। সরকারিভাবে কোন ...