প্রকাশিত: ২০/০২/২০১৭ ১১:০৩ পিএম

“শিক্ষার্থীদেরকে সবার আগে জ্ঞানার্জনকে গুরুত্ব দিতে হবে”
নিজস্ব প্রতিবেদক::
কক্সবাজার হার্ভার্ড ইন্টারন্যাশনাল কলেজের বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০ ফেব্রুয়ারি সকাল ১০টায় কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। কলেজ অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ ও ক্রীড়া ব্যক্তিত্ব প্রফেসর সিরাজুল মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে. কর্নেল অব. ফোরকান আহমদ। প্রধান অতিথি বলেছেন, প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে আজকের শিক্ষার্থীদের সততা, দক্ষতা ও পরিশ্রম প্রিয় হতে হবে। দেশ ও জাতির জন্য দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে। নিজে দুর্নীতিমুক্ত হয়ে সমাজ, রাষ্ট্রকেও দুর্নীতিমুক্ত হিসেবে গড়ে তুলতে হবে। তিনি শিক্ষার্থীদেরকে সবার আগে জ্ঞানার্জনকে গুরুত্ব দেওয়ার আহবান জানান। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আহবায়ক প্রভাষক সিরাজুল কবিরের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজ পরিচালনা পর্ষদ সদস্য মহিউদ্দিন চৌধুরী, নির্বাহী সদস্য আবদুর রহিম সিকদার, কউকের নগর পরিকল্পনাবিদ সরওয়ার উদ্দিন। উপস্থিত ছিলেন প্রভাষক সাইফুদ্দিন ম-ল, আসমাউল হুসনা, নজরুল ইসলাম, জসিম উদ্দিন, মাজেদুল হক, আছিফুল ইসলাম, তাজউদ্দিন, মুহাম্মদ রুহুল আমিন, মোহাম্মদ শাহজাহান প্রমূখ। বক্তব্য শেষে প্রধান অতিথি বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন এবং কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের লক্ষে নির্ধারিত জমি পরিদর্শন করেন।

পাঠকের মতামত

কক্সবাজারে বাল্যবিবাহ প্রতিরোধে ধর্ম ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ

কক্সবাজারে বাল্যবিবাহ শূন্যের কোটায় নামিয়ে আনার লক্ষ্যে অনুষ্ঠিত হলো “বাল্যবিবাহ প্রতিরোধে করণীয়” শীর্ষক আন্তঃধর্মীয় নেতৃবৃন্দের ...

বাংলাদেশি পাসপোর্টে রোহিঙ্গা সুন্দরী তৈয়বার মালয়েশিয়ায় ‘বিয়ে বাণিজ্য’

১৯৯৭ সালে মিয়ানমারের মংডু থেকে পালিয়ে এসে কক্সবাজারের উখিয়ার কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে আশ্রয় ...