প্রকাশিত: ১৭/১০/২০১৭ ৭:১৩ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:০৯ পিএম

উখিয়া নিউজ ডটকম::

কক্সবাজার শহরের বিমানবন্দর সড়কের বাসিন্দা ও শিশু ধর্ষন মামলার আসামি মোহাম্মদ সেলিম র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছে।

১৭ অক্টোবর মঙ্গলবার ভোরে শহরতলীর খুরুশকুল এলাকায় গোলাগুলির এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ সেলিম (২২) কক্সবাজার শহরের বিমানবন্দর সড়কের নতুন ফিশারিপাড়ার (মগচিতাপাড়া) মোহাম্মদ ইউনুসের ছেলে।

জানা যায়, গত ২৩ অগাস্ট ফিশারিপাড়ায় তিন বছরের এক শিশু ধর্ষিত হয়।এ ঘটনায় সেলিমকে আসামি করে মামলা করেন শিশুর বাবা।এছাড়া তার বিরুদ্ধে আরও ৩টি মামলা রয়েছে।

এ ব্যাপারে কক্সবাজারস্থ র‌্যাব ৭-এর কক্সবাজার ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. রুহুল আমিন জানান, সেলিম ও তার সহযোগীরা খুরুশকুল এলাকায় অবস্থান করছে এমন খবর পেয়ে র‌্যাবের একটি দল অভিযান চালায়।এসময় র‌্যাবের দিকেও তারা অতর্কিত গুলি ছুড়তে শুরু করে।

র‌্যাব সদস্যরা আত্মরক্ষার্থে ১৫ রাউন্ড গুলি ছোড়ে। অন্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থলে সেলিমকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ওয়ানশুটারগান উদ্ধার করা হয়। লাশ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান র‌্যাবের ওই কর্মকর্তা।

পাঠকের মতামত

কক্সবাজারে স্বাস্থ্য বিভাগের নিয়োগ, পরীক্ষায় অনুপস্থিত থেকেও উত্তীর্ণ!

কক্সবাজারে স্বাস্থ্য সহকারীসহ বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষাকে ঘিরে গুরুতর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। পরীক্ষা ...

দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে ৮.৮ ডিগ্রি, টেকনাফে সর্বোচ্চ ৩১

শীতের তীব্রতা বাড়ায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে হাড়কাঁপানো ঠান্ডা অনুভূত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় যশোরে দেশের ...

১৩ রোহিঙ্গার জন্মনিবন্ধন জালিয়াতি, ইউপি উদ্যোক্তার স্বামী কারাগারে

নেত্রকোনার মোহনগঞ্জে চেয়ারম্যান ও সদস্যদের ভুয়া সিল–স্বাক্ষর ব্যবহার করে ১৩ জন রোহিঙ্গা নাগরিকের জন্মনিবন্ধন তৈরির ...