উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৪/০৭/২০২৫ ১১:০২ পিএম

কক্সবাজারে জলবায়ু উদ্বাস্তু পুনর্বাসন প্রকল্পে (খুরুশকুল) পুনর্বাসনের চার হাজার ৪০৯ জনের তালিকা বাতিল করা হয়েছে। বাতিলের কারণ হিসেবে বলা হয়েছে, তালিকা ত্রুটিপূর্ণ ও প্রশ্নবিদ্ধ হওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সোমবার (জুলাই) প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক ডা. মোহাম্মদ মহিবুল হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কক্সবাজারে জলবায়ু উদ্বাস্তু পুনর্বাসন প্রকল্পে (খুরুশকুল) নির্মিত বহুতল ভবনের উপকারভোগী বাছাই, সরকারি ফ্ল্যাট হস্তান্তর ও রক্ষাণাবেক্ষণ নীতিমালা, ২০২৫ অনুযায়ী এ প্রকল্পে পুনর্বাসনের জন্য ২০১১ সালে প্রণীত ৪ হাজার ৪০৯ জনের তালিকা ত্রুটিপূর্ণ, প্রশ্নবিদ্ধ ও পক্ষপাতদুষ্ট হওয়ায় বাতিল করা হয়েছে।

পাঠকের মতামত

রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্রের অর্থ সহায়তা একবছরের ব্যবধানে অর্ধেকের নিচে

মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রায় ১৩ লাখের বসবাস এখন কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩৪ ...