প্রকাশিত: ২০/০৭/২০১৭ ৭:৫৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৩১ পিএম

খালেদ হোসেন টাপু,রামু::

জাতিরজনক বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানের নির্দেশে ১৯৭৩-৭৪ সালে দেড় একর জমি বন্দোবস্ত পান রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের টুঙ্গাডেপা এলাকার বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মো. হাফিজ পাটোয়ারী। কিন্তু প্রভাবশালী ব্যক্তি কর্তৃক মামলার শিকার ও নানা সমস্যায় জড়িয়ে উল্টো হয়রানির শিকার হয়ে ৪৪ বছরেও সেই জমি দখলে যেতে পারেননি তিনি।

দীর্ঘ ৪৪ বছর পর রামু উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. নিকারুজ্জামানের ঐকান্তিক প্রচেষ্টায় সেই জমি ফিরে ফেলেন মুক্তিযোদ্ধা কমান্ডার মো. হাফিজ পাটোয়ারী।

মঙ্গলবার (১৮ জুলাই) সকালে রামু উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. নিকারুজ্জামান, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার সাখাওয়াত হোসাইনসহ অন্যান্য কর্মচারি খুনিয়াপালং ইউনিয়নের দারিয়ারদিঘী মৌজায় মুক্তিযোদ্ধা কমান্ডার মো. হাফিজ পাটোয়ারীর বন্দোবস্তকৃত দেড় একর জমি পরিমাপ করে দখলমুক্ত করেন। পরে সাইনবোর্ড টাঙ্গিয়ে জমিটি মুক্তিযোদ্ধা কমান্ডার মো. হাফিজ পাটোয়ারীকে বুঝিয়ে দেয়া হয়।

এসময় এলাকার রাজনীতিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

রামু উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. নিকারুজ্জামান জানিয়েছেন, কক্সবাজার জেলা প্রশাসক আলী হোসেনের নির্দেশে বীর মুক্তিযোদ্ধা মো. হাফিজ পাটোয়ারির বন্দোবস্তকৃত জমি তিনি সরেজমিন গিয়ে পরিমাপ করে বুঝিয়ে দিয়েছেন। জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধার জমি দেরিতে হলেও বুঝিয়ে দিতে পারায় তিনি আনন্দিত বলে জানান।

মুক্তিযোদ্ধা কমান্ডার মো. হাফিজ পাটোয়ারী তাঁর কাংখিত জমি ফিরে পাওয়ায় জেলা প্রশাসক আলী হোসেন, রামু উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. নিকারুজ্জামানসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

পাঠকের মতামত

টেকনাফে দখলে থাকা মন্দির পরিদর্শনে বৌদ্ধ কল্যাণ ট্রাস্টের নেতারা

কক্সবাজারের টেকনাফ উপজেলায় প্রায় ২০০ বছরের প্রাচীন দক্ষিণ হ্নীলা (নীলা) বড় বৌদ্ধ বিহারটি দীর্ঘদিনধরে অবৈধভাবে ...

মনোনয়নপত্র বিতরণ কাল; উখিয়া অনলাইন প্রেসক্লাবের নির্বাচন ৮ নভেম্বর

উখিয়া অনলাইন প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৫-এর তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। শনিবার (১ ...

উন্মুক্ত হলেও সেন্টমার্টিনে যাচ্ছে না জাহাজ : পর্যটকহীনতা ও শর্তই মূল বাধা

সরকারি নিষেধাজ্ঞা তুলে নেয়ার পরও নভেম্বর মাসে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ ...