প্রকাশিত: ১০/০৮/২০১৮ ১০:০৪ এএম , আপডেট: ১৬/০৮/২০১৮ ১১:৩৪ পিএম

ডেস্ক নিউজ – বরাদ্দ নিয়েও যে সব সংসদ সদস্য এমপি হোস্টেলে (ন্যাম ফ্ল্যাট) থাকেন না, তাদের সেসব দখলি ফ্ল্যাট ছেড়ে ছেড়ে দেওয়ার সুপারিশ করেছে সংসদ কমিটি।

সংসদ কমিটির প্রাথমিক তদন্তে ৯১টি ফ্ল্যাটে বরাদ্দ পাওয়া এমপিরা অবস্থান না করার তথ্য পাওয়া যায়। পরে এ বিষয়ে ৩০ জন এমপিকে ফ্ল্যাট খালি করে দেওয়ার জন্য চিঠিও দেওয়া হয়। এরমধ্যে চারজন এমপি ফ্ল্যাট খালি করে দিয়েছেন বলে কমিটিকে অবহিত করে সংসদ সচিবালয়।

 

সংসদ ভবনে আজ অনুষ্ঠিত সংসদ কমিটির সভায় এ সব তথ্য উঠে আসে। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি চিফ হুইপ আ স ম ফিরোজ। কমিটির সদস্য মো. তাজুল ইসলাম চৌধুরী, নূর-ই-আলম চৌধুরী, মাহাবুব আরা বেগম গিনি, পঞ্চানন বিশ্বাস, তালুকদার মো. ইউনুস ও নাজমুল হক প্রধান বৈঠকে অংশ নেন।

বৈঠকের কার্যপত্র থেকে জানা যায়, গত বছর সংসদ সদস্যদের বসবাসের জন্য রাজধানীর মানিক মিয়া এভিনিউ ও নাখালপাড়ায় ১০টি ভবনে ২৯২টি ফ্ল্যাট বরাদ্দ দেয় সংসদ সচিবালয়। তবে এরমধ্যে বরাদ্দ পাওয়া ৯১জন এমপি এসব ফ্ল্যাটে নিজেরা না থেকে পোষ্য বা ব্যক্তিগত কর্মকর্তা বা ড্রাইভারসহ অন্যদের অবস্থানের সুযোগ করে দেন।

এতে অন্য এমপিরা আপত্তি জানালে বিষয়টি প্রধানমন্ত্রীর দপ্তর পর্যন্ত গড়ায়। পরে গত বছরের মে মাসে একজন মন্ত্রীসহ ৩০ জন সংসদ সদস্যকে ফ্ল্যাট ছাড়তে চিঠি দেয়। এরমধ্যে মাত্র চারজন ফ্ল্যাট খালি করেদিয়েছেন। অন্যরা এখনো চিঠি আমলে নেয়নি।

 

তবে এ বিষয়ে কমিটির সভাপতি আ স ম ফিরোজ সাংবাদিকদের বলেন, ‘যাদের আমরা চিঠি দিয়েছিলাম তাদের মধ্যে মোটামুটি ৬০ ভাগ এমপি ফ্ল্যাট ছেড়ে দিয়েছেন। আর সব মিলিয়ে নিয়মিত থাকেন না এমন এমপি ৩০-৪০ জন হবে।’
তিনি আরো বলেন, এই সংসদের মেয়াদ আর বেশি দিন নেই। পরে যারা নির্বাচিত হবেন, তারা যাতে সুষ্ঠুভাবে থাকতে পারেন সেজন্য যেসব এমপিরা ফ্ল্যাটে থাকেন না, তাদের ছেড়ে দিতে বলা হয়েছে, যাতে ফ্ল্যাটগুলোর সংস্কার কাজ এগিয়ে রাখা যায়।
সংসদ সচিবালয়ের গণসংযোগ বিভাগ জানায়, এমপিদের নিরাপত্তার স্বার্থে সংসদ ভবন এলাকায় ঢোকার তিনটি পয়েন্টে যথা আসাদ গেইট, মানিক মিয়া এভিনিউ গেইট এবং মনিপুরিপাড়া গেইট সার্বক্ষণিক ট্রাফিক পুলিশ রাখার সুপারিশ করেছে সংসদ কমিটি। এছাড়া এমপিদের কাছে আসা অতিথিদের সঠিকভাবে তল্লাশি করে প্রবেশের অনুমতি দেওয়া এবং নির্ধারিত ব্যক্তির সাথে আগত অতিথি দেখা করছেন কিনা সে বিষয় নিশ্চিত করার সুপারিশ করা হয়।

পাঠকের মতামত

ফের লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আবারও চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন। চিকিৎসকদের পরামর্শে ...

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ছাড়া সব কমিটি স্থগিত

শাহবাগে সংবাদ সম্মেলনে কথা বলছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ। ছবি: সংগৃহীত কেন্দ্রীয় ...

শিক্ষার্থীদের আইডি কার্ডে অভিভাবকের ফোন নম্বর যুক্ত করার নির্দেশ

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের আইডি কার্ডে বাবা-মা বা অভিভাবকের ফোন নম্বর সংযুক্ত করার নির্দেশ দিয়েছেন ...

বিমান দুর্ঘটনা: চলে গেলেন আরো চার শিক্ষার্থী, মোট মৃত্যু ২৭

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলে প্রশিক্ষরত যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ...