প্রকাশিত: ২০/০৮/২০১৮ ২:০২ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
আন্তর্জাতিক চিকিৎসা সংক্রান্ত মানবিক সহায়তাকারী সংস্থা মেডিসিনস স্যন্স ফ্রন্টিয়ারস (এমএসএফ) ডক্টরস উইদাউট বর্ডারস আমস্ট্রারডাম থেকে প্রদত্ত এক বিবৃতিতে বলেছে, মিয়ানমার সরকার স্বাধীন মানবিকসহায়তাকারী সংস্থাগুলোকে দেশটির উত্তর রাখাইনে প্রবেশ করতে দিচ্ছে না এবং বিপন্ন-অসহায় ও চিকিৎসার প্রয়োজন এমন মানুষকে সেবা, সাহায্য-সহযোগিতা করতে বাধার সৃষ্টি করা হচ্ছে। চিকিৎসা ও মানবিক সহায়তার যে জরুরি প্রয়োজন -তা না পারায় উত্তর রাখাইনে এক ক্রমবর্ধমান উদ্বেগের পরিবেশ সৃষ্টি হয়েছে বলে সংস্থাটি বলছে। ২০১৭ সালের ১১ আগস্ট উত্তর রাখাইনে এমএসএফসহ মানবিক সহায়তাকারী সংস্থাগুলোকে ওই এলাকায় প্রবেশ ও কার্যক্রম নিষিদ্ধ করার পর এ অব্দি আর কোনো অনুমতি দেয়া হয়নি, বারবার অনুমতি প্রার্থনার পরেও-এমনটি জানিয়েছেন এমএসএফ-এর মিয়ানমার সংক্রান্ত দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বিনোয়েট ডি গার্সি। এমএসএফ পুনরায় উত্তর রাখাইনে প্রবেশ ও কার্যক্রম পরিচালনার জন্য মিয়ানমারের প্রতি আবেদন জানিয়েছে। এদিকে, জাতিসংঘের সংস্থা ইউএনএইচসিআর এবং ইউএনডিপিকে উত্তর রাখাইনে প্রবেশ করার অনুমতি দেয়ার ঘোষণা এ মাসের গোড়ার দিকে দেয়া হলেও এতে খুব একটা অগ্রগতি নেই বলে জানা গেছে।

পাঠকের মতামত

মিয়ানমার জান্তা ঘনিষ্ঠদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার

মিয়ানমারের সামরিক জান্তাঘনিষ্ঠ চার ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থ ...

বিশ্বজুড়ে বাংলাদেশি পাসপোর্টধারীদের ব্ল্যাকলিস্ট, তালিকায় এক ডজন দেশ

সাম্প্রতিক সময়ে বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য বিশ্বজুড়ে ভ্রমণ ও ভিসা পাওয়া আগের চেয়ে অনেক বেশি কঠিন ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ ও মিয়ানমারের উদ্যোগকে স্বাগত জানিয়েছে আসিয়ান

রাখাইন রাজ্যে শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠার প্রচেষ্টায় মিয়ানমারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীরা। পাশাপাশি ...

ফিলিস্তিনপন্থি গ্রুপকে নিষিদ্ধ করার পক্ষে ভোট দিয়েছেন টিউলিপ

যুক্তরাজ্যের পার্লামেন্টে প্রো-প্যালেস্টাইন কর্মসূচির সংগঠন ‘প্যালেস্টাইন অ্যাকশন’কে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করে নিষিদ্ধ করার প্রস্তাবে ...