প্রকাশিত: ২৩/১০/২০১৮ ৮:৪৬ পিএম
ব্যারিস্টার মইনুল

ডেস্ক রিপোর্ট::
সাংবাদিক মাসুদা ভাট্টিকে টিভি টকশোতে কটূক্তি করায় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে এবার ময়মনসিংহ এবং কক্সবাজারে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২৩ অক্টোবর) বেলা ১১টার দিকে ময়মনসিংহের ভালুকা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরা সুলতানা মনি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আমলি আদালতের বিচারক রোজিনা খানমের আদালতে একটি মামলা দায়ের করেন। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট পীযুষ কান্তি সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮’র ১১২২/২০১৮ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।

ওই মামলায় উল্লেখ করা হয়, গত ১৬ অক্টোবর একাত্তর টিভির ‘৭১ জার্নাল’ নামে একটি টকশোতে সাংবাদিক মাসুদা ভাট্টিকে ‘চরিত্রহীন’ কটূক্তি করেন মইনুল হোসেন। তার এমন বক্তব্যে একজন নারী হিসেবে তিনি সামাজিক, রাজনৈতিক ও মানসিকভাবে অপমানিত হয়েছেন। তাই এর প্রতিকার চেয়ে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

অপরদিকে একই অভিযোগে ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে কক্সবাজারের একটি আদালতে ১০ কোটি টাকার মানহানির মামলা করেছেন কক্সবাজার পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফখরুল ইসলাম।

মঙ্গলবার (২৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে সদর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তামান্না ফারাহ মামলাটি আমলে নিয়ে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

এরআগে সোমবার (২২ অক্টোবর) দুপুরে কক্সবাজার সদর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহর আদালতে সাবেক পৌর আওয়ামী লীগের এ নেতা ১০ কোটি টাকার মানহানি মামলাটি করেন। আজ আদালত মামলাটি আমলে নিয়ে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

বাদী পক্ষের আইনজীবী ইকবালুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ, সাংবাদিক মাসুদা ভাট্টিকে টিভি টকশোতে কটূক্তি করায় ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে ইতোমধ্যে ঠাকুরগাঁও, রংপুর, ব্রাহ্মণবাড়িয়াসহ বেশ কয়েকটি স্থানে মামলা দায়ের করা হয়েছে।

পাঠকের মতামত

ফের লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আবারও চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন। চিকিৎসকদের পরামর্শে ...

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ছাড়া সব কমিটি স্থগিত

শাহবাগে সংবাদ সম্মেলনে কথা বলছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ। ছবি: সংগৃহীত কেন্দ্রীয় ...

শিক্ষার্থীদের আইডি কার্ডে অভিভাবকের ফোন নম্বর যুক্ত করার নির্দেশ

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের আইডি কার্ডে বাবা-মা বা অভিভাবকের ফোন নম্বর সংযুক্ত করার নির্দেশ দিয়েছেন ...