প্রকাশিত: ২১/০২/২০১৭ ৯:২৪ এএম

নিউজ ডেস্ক::

পর্যটন খাতের বিকাশে নেয়া বিশেষ উদ্যোগের অংশ হিসেবে প্রথমবারের মতো আগামীকাল পর্যটন জাহাজ আসছে বাংলাদেশে। বিশ্বের ১৪টি দেশের প্রায় একশ’ পর্যটক নিয়ে জাহাজটি আগামীকাল ২২ ফেব্রুয়ারি মহেশখালীতে নোঙর করবে। জাহাজটিতে নাবিক রয়েছেন ৯৭ জন। মহেশখালীতে একদিন থাকার পর পাঁচ তারকা হোটেলের সুযোগ সুবিধা সম্বলিত জাহাজটি আগামী ২৩ ও ২৪ ফেব্রুয়ারি সুন্দরবনে অবস্থান করবে। এরপর জাহাজটি ২৫ ফেব্রুয়ারি ভারতের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করবে।

সী সিলভার ক্রুজ নামের বিশ্বখ্যাত পর্যটন কোম্পানির মালিকানাধীন বাহামাসের পতাকাবাহী এমভি সিলভার ডিসকোভারার নামের পর্যটন জাহাজটিতে আমেরিকার ৪০ জন, ইংল্যান্ডের ২৩ জন, সুইজারল্যান্ডের ১ জন, স্পেনের ১ জন, রাশিয়ার ২ জন, নিউজিল্যান্ডের ১ জন, ইটালির ১ জন, নেদারল্যান্ডের ১ জন, জার্মানির ৪ জন, ভারতের ১ জন, ফ্রান্সের ২ জন, ডেনমার্কের ১ জন, কানাডার ৭ জন এবং অস্ট্রেলিয়ার ৭ জন পর্যটক রয়েছেন।

দেশের পর্যটন খাতের বিকাশে সরকারের বিশেষ উদ্যোগের অংশ হিসেবে জাহাজটি বাংলাদেশে আসছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। জাহাজটির স্থানীয় এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করছে সেভেন সীজ শিপিং লাইন্স লিমিটেড। সেভেন সীজ শিপিং লাইন্সের সিইও আলী আকবর গতকাল দৈনিক আজাদীর সাথে আলাপকালে জানিয়েছেন, পর্যটনের অপার সম্ভাবনা রয়েছে বাংলাদেশে। বিশ্বে পর্যটনে নিজেদের অবস্থান পোক্ত করতে এই উদ্যোগ বিশেষ ভূমিকা রাখবে বলেও তিনি মন্তব্য করেন।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে শান্তি ও নিরাপত্তা জোরদার বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে শান্তি ও নিরাপত্তা জোরদার করণ বিষয়ে সচেতনতা সৃষ্টি করার লক্ষ্যে বিশেষ ...

নাফ নদের ৩৩ কি.মি. ও সেন্টমার্টিন পর্যন্ত ২০ কিমিতে বসেছে ৬ রাডারসীমান্ত ও সমুদ্রে নজরদারিতে রাডার ড্রোন থার্মাল ক্যামেরা

এবার দেশের সীমান্ত ও সমুদ্র সুরক্ষায় অত্যাধুনিক প্রযুক্তির নজরদারি রাডার, ড্রোন ও থার্মাল ক্যামেরা যুক্ত ...

তদন্তের নির্দেশ চট্টগ্রাম রেঞ্জ ডিআইজিকেটেকনাফে হত্যা মামলার এজাহার পাল্টে দিল পুলিশ

কক্সবাজারের টেকনাফে একটি হত্যা মামলার এজাহার পুলিশ কর্মকর্তারা পরিবর্তন করে দিয়েছেন- এমন অভিযোগে আদালতে মামলা ...

ইউএনএইচসিআর ’এর প্রতিবেদনবাংলাদেশে নতুন অনুপ্রবেশকারি রোহিঙ্গা দেড় লাখের বেশি

মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনী এবং আরাকান আর্মির মধ্যে সংঘাত পুনরায় শুরু হওয়ার ফলে ২০২৩ সালের ...

ব্র্যাক আয়োজিত সংলাপে নারীর কর্মসংস্থান বৃদ্ধিতে ৫ দফা সুপারিশ

সম্ভাবনা থাকা সত্ত্বেও দেশে ‘আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক’ কর্ম ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ আশাব্যঞ্জক নয়। সম্প্রতি ব্র্যাকের ...