সীমান্তের কাছে আশ্রয় নিয়েছে ৫০ হাজার রোহিঙ্গা
মিয়ানমারের রাখাইনে সংঘাতময় পরিস্থিতির কারণে প্রায় ৫০ হাজার রোহিঙ্গা সীমান্তের কাছে আশ্রয় নিয়েছে। যেকোনও সময়ে ...
ঢাকা: রাজধানীর আজিমপুরে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলি পর সেখানে অভিযান চালায় কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা। গোলাগুলিতে এ জঙ্গি নিহত হয়েছে। সেখান থেকে আহত অবস্থায় তিন নারী সদস্যকে আটক করা হয়েছে।
শনিবার রাত আটটার দিকে গোলাগুলি ঘটনা ঘটে। গোলাগুলির ঘটনায় কাউন্টার টেরোরিজম ইউনিটের পাঁচ কন্সটেবল আহত হয়েছেন বলে জানা গেছে। তাদেরকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।
ধারণা করা হচ্ছে এটি একটি জঙ্গি আস্তানা। পুরো এলাকা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘিরে রেখেছে। যে বাড়তে এ সন্ত্রাসীরা অবস্থান করে, ওই বাড়ির মালিকের নাম কায়সার।
পাঠকের মতামত