প্রকাশিত: ১৪/০৮/২০১৭ ১০:০১ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:১০ পিএম

প্রেস বিজ্ঞপ্তি::
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ উখিয়া উপজেলা শাখার উদ্যোগে পরম প্রেমময় ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি স্মরণে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা ১৪ আগস্ট সোমবার উখিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভা উখিয়া শ্রীকৃষ্ণ গীতা স্কুলের ছাত্রী পূজা দের গীতা পাঠের মধ্য দিয়ে পূজা উদ্যাপন পরিষদ উখিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট রবিন্দ্র দাশ রবির সঞ্চালনায় ও পূজা উদ্যাপন পরিষদের সভাপতি ও ইউপি সদস্য স্বপন শর্মা রণির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় সভায় প্রধান অতিথি বক্তব্যে বাংলাদেশ আওয়ামীলীগ উখিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের ২ বারের নির্বাচিত চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, উপজেলার প্রাচীনতম হিন্দু শশ্মান কাশিয়ারবিল মহাশশ্মান রক্ষার জন্য আমি উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে অতিদ্রুত তা খালের ভাঙ্গণ থেকে রক্ষার চেষ্টা করব ও রুমখাঁবাজারে পুরাতন হরি মন্দিরের জায়গা উদ্ধার করতে প্রশাসনের সহযোগীতা নিয়ে তা নিরসনের চেষ্টা চালিয়ে যাব। এসময় তিনি আরো বলেন, রাজাপালং তথা উখিয়া উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের সুখ দুঃখে ইতিপূর্বেও পাশে ছিলাম, এখনও আছি, ভবিষ্যতেও সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকব। অন্যান্যদের উপস্থিত থেকে বক্তব্য রাখেন, রাজাপালং ইউনিয়ন পরিষদের মহিলা ইউপি সদস্য খুরশিদা বেগম, বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি উখিয়া উপজেলা শাখার সভানেত্রী শ্রীমতি বেবী প্রভা রুদ্র, উখিয়া শীল কল্যাণ সমবায় সমিতি লিঃ এর সভাপতি অজিত শর্মা নিতাই, রুমখাঁ স্বাধীনতা স্পোটিং ক্লাবের সভাপতি অজিত শর্মা। আরো বক্তব্য রাখেন, পুরোহিত হারাধন চক্রবর্তি, উল্লাস ধর, শংকর শর্মা, কার্ত্তিক শর্মা, শিমুল দাশ, বিরেশ্বর রুদ্র, জয়ধন ঘোষ, সজল কান্তি ধর, সুমন শর্মা, রাজীব বিশ্বাস, ইমন মল্লিক বাবু, মানিক চক্রবর্তি, শুভ সেন, কাজল সেন, রিপন রুদ্র, অলক রুদ্র, গৌরাঙ্গ পাল, রাজীব আইচ, কাজল দাশ, কাজল বিশ্বাস প্রমূখ। ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে অনুষ্ঠিত র‌্যালী ও আলোচনা সভার সহযোগিতায় ছিলেন, বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক), স্বাধীনাত স্পোটিং ক্লাব, শ্রীকৃষ্ণ গীতা স্কুল উত্তর ধুরুমখালী, জুয়েলার্স সমিতি উখিয়া উপজেলা, ঋষী অদ্বৈতানন্দ পরিষদ উখিয়া, চিন্তাহারী যুব সংসদ, বাংলাদেশ সৎ সঙ্গ উখিয়া, লোকনাথ একতা সংঘ, জনকল্যাণ যুব সংঘ সহ বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ মন্দির কমিটি, সমাজ কমিটির ৫ ইউনিয়নের নেতৃবৃন্দ।

পাঠকের মতামত

টেকনাফের রঙ্গীখালী পাহাড়ে বিজিবির অভিযান: বিপুল অস্ত্র ও হ্যান্ড গ্রেনেড উদ্ধার

কক্সবাজারের টেকনাফ সীমান্তবর্তী হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকার গহীন পাহাড়ে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, ...

অন্যের নামে সেন্টমার্টিন ভ্রমণ করা যাবে না, কঠোর অবস্থানে প্রশাসন

আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সর্বোচ্চ দুই হাজার পর্যটক প্রবালদ্বীপ সেন্ট মার্টিন ভ্রমণের সুযোগ পাচ্ছেন। ...

রোহিঙ্গা ক্যাম্পে অনুমতিহীন টার্ফ নির্মাণ, নিরাপত্তা ঝুঁকি ও সংঘাতের আশঙ্কা

কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা শরণার্থী শিবির এলাকায় অত্রযত্র অনুমোদনবিহীন ফুটবল টার্ফ গড়ে উঠছে। প্রয়োজনীয় প্রশাসনিক ...