প্রকাশিত: ০৮/১০/২০১৭ ৯:০৫ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:৩২ পিএম

শফিক আজাদ,উখিয়া নিউজ ডটকম::
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিনের বিদায় ও শ্রেষ্ট সভাপতি হিসেবে ভারত সফরকারী হাফসা খানম শারমিন ও জাতীয় পর্যায়ে উপস্থিত বক্তৃতায় ৩য় স্থান অধিকারকারী মোহাম্মদ তাহসান চৌধুরী মিকাতকে সংবর্ধনা অনুষ্ঠান রবিবার বিকেল সাড়ে ৩টায় উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনুষ্টিত হয়েছে। এতে বিদায়ী ইউএনও বলেন, আমরা চাকুরীজীবি হিসেবে বদলী আমাদের জন্য নিত্য নৈমিত্তিক ব্যাপার। এরপর উখিয়ায় জন্য আলাদা মায়া পড়ে গেছে আমার। যার কারনে নিতে একটু কষ্ট হচ্ছে। তাই তিনি এটিকে বিদায় না বলে একটু দুরে সরে যাচ্ছেন বলে আখ্যায়িত করেন। পাশাপাশি উখিয়ার জনপ্রতিনিধি,সুশীল সমাজ,সরকারী-বেসরকারী কর্মকর্তা,কর্মচারী,সাংবাদিকবৃন্দরা কর্মজীবনে তার পাশে থাকায় তাদের প্রতি কৃতজ্ঞ প্রকাশ করেন ইউএনও মাঈন উদ্দিন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাফসা খানম শারমিনের সভাপতিত্বে অনুষ্টিত সভা সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার হারুন অর রশিদ। অছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উখিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, উপজেলা শিক্ষা অফিসার সুব্রত কুমার ধর, ফরিদুল আলম কন্ট্রাক্টার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাষ্টার জহির আহমদ, নুরুল আবছার, শিক্ষক বদিউর রহমান, মেধু বড়–য়া, শাহজাহান, মহিলা মেম্বার খুরশিদা বেগম, পরিচালনা কমিটির সদস্য এন কবির, সাবেক মেম্বার মুহাম্মদ উল্লাহ প্রমূখ। পরে অতিথিরা সংবর্ধিত বিদায় অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিন ও শ্রেষ্ট বিদ্যালয় পরিচালনা সভাপতি হিসেবে ভারত সফরকারী হাফসা খানম শারমিন এবং জাতীয় পর্যায়ে উপস্থিত বক্তৃতায় ৩য় স্থান অধিকারকারী মোহাম্মদ তাহসিন চৌধুরী মিকাতকে ক্রেস্ট তুলে দেয়।

পাঠকের মতামত

কক্সবাজারে স্বাস্থ্য বিভাগের নিয়োগ, পরীক্ষায় অনুপস্থিত থেকেও উত্তীর্ণ!

কক্সবাজারে স্বাস্থ্য সহকারীসহ বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষাকে ঘিরে গুরুতর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। পরীক্ষা ...

দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে ৮.৮ ডিগ্রি, টেকনাফে সর্বোচ্চ ৩১

শীতের তীব্রতা বাড়ায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে হাড়কাঁপানো ঠান্ডা অনুভূত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় যশোরে দেশের ...

১৩ রোহিঙ্গার জন্মনিবন্ধন জালিয়াতি, ইউপি উদ্যোক্তার স্বামী কারাগারে

নেত্রকোনার মোহনগঞ্জে চেয়ারম্যান ও সদস্যদের ভুয়া সিল–স্বাক্ষর ব্যবহার করে ১৩ জন রোহিঙ্গা নাগরিকের জন্মনিবন্ধন তৈরির ...