প্রকাশিত: ২৭/০৯/২০২১ ১০:২২ এএম

শ.ম.গফুর,উখিয়া::
কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের তেলখোলা এলাকায় পাহাড়ে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন কালে আব্দুল খালেক (১৮) নামের এক যুবক মাটি চাপা পড়ে মৃত্যু বরণ করেছে৷ সে পালংখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আব্দুর রহমানের ছেলে।রোববার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে৷

স্থানীয় প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, থাইংখালী এলাকার জুয়েল ও রশিদের বালু উত্তোলনে শ্রমিক হিসেবে কাজ করতো আব্দুল খালেক। প্রতিদিনের মত রোববার তেলখোলা এলাকায় বনবিভাগের পাহাড়ে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলনের সময় পাহাড় ধ্বসের ঘটনাটি ঘটে। এসময় মাটির নিচে চাপা পড়ে তার মৃত্যু হয়।

পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরী বলেন, পাহাড়ের মাটি চাপা পড়ে এক যুবক নিহত হওয়ার ঘটনাটি শুনেছি।

উখিয়া থানার অফিসার ইনচার্জ আহামেদ সনজুর মোরশেদ বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কিভাবে তার মৃত্যু হয়েছে বিস্তারিত অনুসন্ধানে জানা যাবে।

পাঠকের মতামত

বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ, চট্টগ্রাম -কক্সবাজার সড়ক অবরোধ

চট্টগ্রামের পটিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর পুলিশের লাঠিচার্জে অন্তত ২৫ শিক্ষার্থী আহত হয়েছেন। এর ...

কক্সবাজারের সাবেক জেলা জজ-ডিসিসহ পাঁচজনের বিচার শুরু

কক্সবাজারের মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণ সংক্রান্ত নথি জালিয়াতির মামলায় কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক ...