প্রকাশিত: ১৭/০৭/২০১৭ ৯:৪৪ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৩৮ পিএম
ফাইল ছবি

অাজিজুল হক:
উখিয়ার পাশ্ববর্তী উপজেলা নাইক্ষ্যংছড়ির ঘুমধুম তুমব্রু সীমান্তে চোরাচালান ঠেকাতে গিয়ে দুই বিজিবি সদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে। চোরাকারবারীরা বিজিবির অস্ত্র ছিনিয়ে নিতে চাইলে এ সময় আত্মরক্ষার্থে ফাঁকা গুলি বর্ষণ করে বিজিবি। গতকাল ১৬ জুলাই রোববার দুপুরে তুমব্রু কোনাপাড়ায় এ ঘটনা ঘটে। এ সময় বিজিবি সদস্যরা ওই এলাকা থেকে ১৮ বস্তা চোরাই মালামাল উদ্ধার করেছে যদিওবা বিজিবি উপস্থিত হওয়ার অাগে শতাধিক বস্তা মালামাল মিয়ানমারে পাচার করে দেয় সঙ্গবদ্ধ পাচারকারীরা।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান তুমব্রুর কোনাপাড়া সীমান্ত দিয়ে ২০-৩০ জনের একটি চোরাকারবারী দল বাংলাদেশ থেকে মিয়ানমারে মালামাল পাচার করার সময় সেখানে টহলরত বিজিবির সদস্যরা তাদের বাধা দিলে চোরা কারবারীদের দল দা, ছুরি,লাঠি নিয়ে বিজিবির উপর হামলা করে ও অস্ত্র ছিনিয়ে নেয়ার চেষ্টা চালায়। হামলায় ২ বিজিবি সদস্য আহত হয়।

এ সময় আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরা ৩ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করলে চোরাকারবারীরা সীমান্ত দিয়ে মিয়ানমারে পালিয়ে যায়। আহত ২ বিজিবি সদস্যরা হলো সিপাহী মো. আল আমিন ও সিপাহী মো. রুবেল। তাদের প্রাথমিকভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মঞ্জুরুল হাসান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিজিবির সদস্যরা জীবন বাজি রেখে সীমান্তে চোরাকারবারীদের ঠেকিয়েছে। সেখান থেকে ১৮ বস্তা চোরাই মালামালও উদ্ধার করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে সীমান্তে বিজিবি সতর্ক অবস্থায় রয়েছে বলে জানান এই কর্মকর্তা।

পাঠকের মতামত

খেলাভিত্তিক শিক্ষায় ব্র্যাকের তথ্য বিনিময় অনুষ্ঠান

শিশুদের খেলাভিত্তিক শেখা, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ও মনোসামাজিক বিকাশ নিশ্চিতে ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে অনুষ্ঠিত হলো ...

১২ ফেব্রুয়ারি ভোট শেষ না হওয়া পর্যন্ত অনুমতি ছাড়া ওয়াজ মাহফিল নিষিদ্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) ধর্মীয় প্রচার কার্যক্রমে নিয়ন্ত্রণ আরোপ করেছে। ...

জামিন বাতিল, মহেশখালীর তোফায়েল হত্যা মামলায় ৭ জন কারাগারে

কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়ার মোহাম্মদ শাহ ঘোনা গ্রামের বাসিন্দা জুলাই অভ্যুথানে নিহত শহীদ তানভীর ছিদ্দিকীর ...

ফেসবুক পোস্ট দিয়ে ছাত্রশক্তি নেত্রীর পদত্যাগ‘জুলাইয়ে থানার বাইক চোরের কাছে অনেক সময় হেরে যাই’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তি কক্সবাজার জেলা শাখার সদ্য ঘোষিত নতুন কমিটি’র ...