অবিভাবকহীন বাহারছড়ার এলজিইডি সড়ক – জনদূর্ভোগ চরমে
টেকনাফ বাহারছড়া ইউনিয়নের এলজিইডি সড়ক প্রায় অবিভাবকহীন হয়ে পড়েছে বলে স্থানীয়দের অভিযোগ। বাহারছড়া বড় ডেইল ...
উখিয়া নিউজ ডেস্ক ::
উখিয়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও সাবেক পালংখালী ইউনিয়ন পরিষদের মেম্বার হামিদ হোছাইন সাগর ২ হাজার ইয়াবাসহ চট্টগ্রামের কর্ণফুলী থানা পুলিশ আটক করেছে।
সে আনজুমানপাড়া গ্রামের মৃত আলি হোছনের ছেলে। দীর্ঘদিন যাবত বিএনপি’র রাজনীতির সাথে জড়িত এ নেতা বেশ দীর্ঘদিন যাবত ইয়াবার চালান পাচার করে আসছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।
কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান, গত শুক্রবার রাতে ঢাকাগামী যাত্রীবাহি গাড়ি শ্যামলী থেকে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
পাঠকের মতামত