কক্সবাজার জলবায়ু উদ্বাস্তু পুনর্বাসন প্রকল্প থেকে ৪৪০৯ জনের নাম বাতিল
কক্সবাজারে জলবায়ু উদ্বাস্তু পুনর্বাসন প্রকল্পে (খুরুশকুল) পুনর্বাসনের চার হাজার ৪০৯ জনের তালিকা বাতিল করা হয়েছে। ...
উখিয়া নিউজ ডটকম::
উখিয়া বনরেঞ্জের কুতুপালং রোহিঙ্গা বস্তির পাশ্ববর্তী বালুখালি বনাঞ্চল থেকে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে একটি বিশাল আকারের অজগর সাপ উদ্ধার করেছে বনবিভাগ।থাইনখালী বিট কর্মকর্তা আব্দুল মান্নান উখিয়া নিউজ ডটকমকে জানান,কুতুপালং বনাঞ্চলের পাশ্ববর্তী জঙ্গলে রোহিঙ্গারা ঝুপড়ি বাঁধার জন্য গেলে ১৩ ফুট লম্বা ও প্রায় এক মন ওজনের অজগর সাপটি বেরিয়ে আসে। এ সময় কৌশলে রোহিঙ্গারা অজগরটি ধরে বনবিভাগে খবর দেয়। পরবর্তীতে বনবিভাগ সাপটি উদ্ধার করে থাইংখালি বন বিট অফিস হেফাজতে নেয়। সাপটি টেকনাফ”ন্যাচারার্ল পার্কে অবমূক্ত করা বলে উখিয়া রেঞ্জ কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম উখিয়া নিউজ ডটকমকে জানান।
পাঠকের মতামত