বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ১৪/১২/২০২৫ ১১:১২ এএম

উখিয়া উপজেলার ৪২ বছরের প্রশাসনিক ইতিহাসে প্রথমবারের মতো একজন নারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন রিফাত আসমা। ৩৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের এই কর্মকর্তা বর্তমানে রাঙ্গামাটি সদর উপজেলার ইউএনও হিসেবে দায়িত্ব পালন করছেন।

বৃহস্পতিবার(১১ ডিসেম্বর) চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মো. রিদুয়ানুর ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাঁকে উখিয়ায় পদায়ন করা হয়। একই প্রজ্ঞাপনে উখিয়ার বর্তমান ইউএনও মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরীকে রাঙ্গামাটি সদর উপজেলায় বদলি করা হয়েছে।

রিফাত আসমা ২০২৪ সালের ২৪ মার্চ রাঙ্গামাটি সদর উপজেলায় ইউএনও হিসেবে দায়িত্ব নেন। পরে ৯ সেপ্টেম্বর থেকে তিনি বরকল উপজেলার ইউএনওর অতিরিক্ত দায়িত্বও পালন করেন। একই সঙ্গে দুই উপজেলার প্রশাসনিক দায়িত্ব সামলানোর অভিজ্ঞতা তাঁকে আরও পরিণত করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

২০১৭ সালের ২ মে পাবনা জেলা প্রশাসনে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে চাকরি জীবন শুরু করেন রিফাত আসমা। পরবর্তী সময়ে তিনি গুইমারা উপজেলা ও কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন। মাঠপর্যায়ের কাজ, নেতৃত্ব এবং প্রশাসনিক দক্ষতা অর্জনে এ অভিজ্ঞতা তাকে নতুন ভূমিকার জন্য আরও প্রস্তুত করেছে।

সীমান্তবর্তী এলাকা উখিয়া—রোহিঙ্গা শিবির, আন্তর্জাতিক সংস্থার কার্যক্রম, আইন–শৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও মানবপাচারের ঝুঁকি—সব মিলিয়ে বাংলাদেশের অন্যতম জটিল প্রশাসনিক এলাকা হিসেবে পরিচিত। রোহিঙ্গা ক্যাম্পে লক্ষাধিক মানুষের উপস্থিতি প্রতিদিনই প্রশাসনের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করে। পাশাপাশি স্থানীয় জনগণের সমস্যা, উন্নয়ন প্রকল্প, পরিবেশ ও বন রক্ষা, দুর্যোগ ব্যবস্থাপনা—সবকিছু মিলিয়েই উখিয়ার দায়িত্ব অত্যন্ত কঠিন।

এই কঠিন দায়িত্বে একজন নারী কর্মকর্তার আগমনকে প্রশাসনিক অঙ্গনে ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’ হিসেবে দেখছেন অনেকে। চট্টগ্রামের লালখান বাজারের বাসিন্দা রিফাত আসমা উখিয়ায় দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে নারী নেতৃত্বের অগ্রযাত্রা ও ক্ষমতায়নের নতুন দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছেন বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।

তবে রোহিঙ্গা সংকট–নির্ভর জটিল বাস্তবতা তার সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে—এমন আশঙ্কাও রয়েছে। তিনি কি চ্যালেঞ্জ মোকাবিলা করে জনবান্ধব একজন সফল প্রশাসক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন—তা সময়েই স্পষ্ট হবে।

তবু উখিয়ার মানুষ নতুন প্রশাসনিক যাত্রাকে স্বাগত জানাচ্ছে। তাঁদের প্রত্যাশা, রিফাত আসমার অভিজ্ঞতা, নেতৃত্বগুণ ও দায়িত্ববোধ উখিয়ার প্রশাসনে নতুন গতি ও স্বচ্ছতা আনবে।

পাঠকের মতামত

টেকনাফে ঘুষ ছাড়া ট্রান্সফরমার বদল নয়; পবিসের নিম্নস্তরের কর্মকর্তাদের টাকা আদায়ের অভিযোগ

সাধারণত অতিরিক্ত লোড এবং প্রকৃতিগত সমস্যার কারণে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার নষ্ট হয়ে থাকে। আর নষ্ট ...

কক্সবাজারের ইউএনওকে গ্রেফতার করতে বললো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা পরিচয় দেয়া পর্যটক

জাহাজযোগে সেন্টমার্টিন যেতে যাত্রাবিলম্ব হওয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ১‘প্রশাসনিক কর্মকর্তা’ দাবি করে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী ...

সমুদ্র বুকে নির্মাণাধীন বিমানের রানওয়ে উচ্ছেদের সুপারিশ বিআইডব্লিউটিএ’র

কক্সবাজার বিমান বন্দর রানওয়ে সম্প্রসারণ প্রকল্পের সমুদ্র বুকে রানওয়ে নিমার্ণের জন্য স্থাপিত জেটিসহ অন্যান্য স্থাপনা ...