ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৩/০৩/২০২৫ ১১:১২ পিএম

কক্সবাজারের উখিয়ার বনে প্রায় ৩৫ বছর বয়সী একটি এশিয়ান জাতের পুরুষ বন্য হাতির মরদেহ উদ্ধার করেছে বন বিভাগ। হাতিটির মুখ দিয়ে রক্ত ঝরছিল। দেড় কিলোমিটারজুড়ে দেখা যায় ছোপ ছোপ রক্ত। আজ বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে উখিয়া রেঞ্জের সদর বিটের জুমছড়ি এলাকার পাহাড়ি এলাকা থেকে হাতিটির মরদেহ উদ্ধার করা হয়।

কক্সবাজার (দক্ষিণ) বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. নুরুল ইসলাম বলেন, শারীরিকভাবে অসুস্থতার কারণে ৩৫ বছর বয়সী পুরুষ হাতিটির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। হাতির মুখ দিয়ে রক্তবমি বের হয়েছে, যা বনের ভেতরে হাতির চলাচলের পথে প্রায় দেড় কিলোমিটার পর্যন্ত দেখা যায়। বিকেলে সুরতহাল প্রতিবেদন ও নমুনা সংগ্রহ করে মৃত হাতিটি মাটিতে পুঁতে ফেলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে এলে জানা যাবে হাতির মৃত্যুর কারণ।

কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের সভাপতি দীপক শর্মা বলেন, উখিয়া ও টেকনাফের সাত হাজার একরের বেশি বনাঞ্চল ও পাহাড় ধ্বংস করে আট বছর আগে গড়ে তোলা হয়েছে রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয়শিবির। দুই উপজেলার ৩৩টি আশ্রয়শিবিরে বর্তমানে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা ১৩ লাখের বেশি। আশ্রয়শিবির গড়ে তোলার কারণে ৫০টির বেশি এশিয়ান জাতের বন্য হাতি খাবার সংকটে পড়েছে। হাতি চলাচলের সাতটির বেশি করিডর দখল হয়ে যাওয়ায় টেকনাফের বনাঞ্চলের হাতিরা উখিয়া-রামু এবং রামু ও উখিয়া বনাঞ্চলের হাতিরা টেকনাফের দিকে যেতে পারছে না। তা ছাড়া পাহাড়ি ছড়া, জলাশয় ভরাট হওয়ায় হাতি খাবার পানির সংকটেও পড়েছে। রোগাক্রান্ত হয়ে হাতির মৃত্যু হচ্ছে। প্রসবের সময় মা হাতির মৃত্যু ঘটনাও ঘটছে। এ নিয়ে গবেষণা দরকার।

বনকর্মীরা জানান, গত ৪ জানুয়ারি টেকনাফের গহিন পাহাড়ে শাবকের জন্ম দিতে গিয়ে মারা যায় একটি মা হাতি। বেঁচে যাওয়া শাবকটি উদ্ধার করে বন বিভাগ। সেটি এখন কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে লালনপালন করা হচ্ছে। একইভাবে সাফারি পার্কটিতে মানুষের স্নেহে বড় হচ্ছে আরও দুটি শাবক। ওই দুটি শাবককে এর আগে উদ্ধার করে সাফারি পার্কে আনা হয়

পাঠকের মতামত

ড. ইউনূসের বিরুদ্ধে মামলার বাদী এখন কক্সবাজার দুদকের উপ-পরিচালক

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ড. মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ টেলিকমের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির ...

দৈনিক জনকণ্ঠের রিপোর্ট রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় প্রাইভেট হাসপাতালগুলোর সরকারি লাইসেন্স নেই, তদন্ত টিমের পরিদর্শন

রোহিঙ্গা অধ্যুষিত এলাকা উখিয়ায় ১৫টি ক্লিনিক হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টার চলছে অনুমতি বিহীন। সরকারিভাবে কোন ...

উখিয়ায় র‌্যাব পরিচয়ে অপহরণ, ইউনিফর্ম, অস্ত্র-গুলি ও হাতকড়াসহ আটক ১

কক্সবাজারের উখিয়ায় র‌্যাব পরিচয়ে রোহিঙ্গা যুবককে অপহরণ, মুক্তিপণ আদায়ের চেষ্টা এবং প্রতারণার অভিযোগে একটি সংঘবদ্ধ ...