উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১২/০২/২০২৫ ১০:৪৯ এএম , আপডেট: ১২/০২/২০২৫ ১০:৫১ এএম

কক্সবাজারের উখিয়ায় অবৈধভাবে গড়ে উঠা ৩টি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ভাটার কাঁচা ইট ধ্বংস ও গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার বিকেলে উপজেলার হলদিয়াপালং ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হোসেন চৌধুরী এবং উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট যারীন তাসনিম তাসিন।

জানা গেছে, পরিবেশ অধিদফতরের নির্দেশনা অমান্য করে ছাড়পত্র ছাড়া ৩টি ইটভাটা তৈরি করে ইট পোড়ানো হচ্ছিল। এর মধ্যে রয়েছে মেসার্স আরআইএম ব্রিকস, মেসার্স জিএসকে ব্রিকস ও মেসার্স এমকেকে ব্রিকস।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, উপজেলার হলদিয়াপালং ইউনিয়নে অভিযান চালিয়ে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে ৩টি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

এর আগে রোববার ২টি ইটভাটাকে ১ লাখ এবং সোমবার ২টি ইটভাটাকে ৩ লাখ টাকা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও বলেন, অবৈধভাবে গড়ে উঠা ইটভাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান চললাম থাকবে।

উক্ত অভিযানে আরও উপস্থিত ছিলেন- উখিয়া রেঞ্জ কর্মকর্তা মো শাহিনুর রহমান, বিট কর্মকর্তা বিকাশ দাশ, উখিয়া ফায়ার সার্ভিস, থানা পুলিশ,আনসার ও গ্রাম পুলিশসহ প্রমুখ।

পাঠকের মতামত

বিতর্কিত মন্তব্যে আলোচিত মুফতি আমীর হামজা কক্সবাজারে: সতর্ক করলো জামায়াত

 বিতর্কিত মন্তব্যের কারণে আলোচিত ইসলামী বক্তা মাওলানা মুফতি আমির হামজা’কে সতর্ক করেছে বাংলাদেশ জামায়াতে ...

মিয়ানমারে পাচারকালে বিপুল খাদ্যসামগ্রী জব্দ, আটক ১০

কক্সবাজারের টেকনাফে সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ এলাকায় কোস্ট গার্ড অভিযান চালিয়ে বিপুল পরিমাণ খাদ্যসামগ্রীসহ ১০ পাচারকারীকে আটক ...